ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

স্বামীর ঘরে ফিরলেন মালাইকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মে ১৮, ২০১৬
স্বামীর ঘরে ফিরলেন মালাইকা মালাইকা অরোরা খান ও আরবাজ খান

বলিউড অভিনেতা ও অভিনেত্রীদের ব্যাক্তিগত জীবনের জন্য ২০১৬ সালটি মোটেও ভালো নয়। কারণ, এ বছর বলিউডের অনেক তারকারই ঘর ভেঙেছে আবার অনেক তারকা হয়েছেন দম্পতি।

বিচ্ছেদের তালিকায় ছিলেন আরবাজ খান ও মালাইকা অরোরা খান। ১৭ বছরের সংসারের ইতি টেনেছিলেন এই জুটি। শুধু বাকি ছিলো আইনি আনুষ্ঠানিকতার।

এখানেই শেষ নয়, নিজের নাম থেকে খান শব্দাটিও বাদ দিয়ে দিয়েছিলেন মালাইকা। তবে সুখবর হলো, এবার জোড়‍া লাগতে যাচ্ছে তাদের ভাঙা সংসার। শোনা যাচ্ছে, কিছুদিন আগে নিজের ইচ্ছায় স্বামীর ঘরে ফিরে গিয়েছেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী।

এ ‍বিষয়ে মালাইকা মা এবং বোন অমৃতা বলেন, ওরা তাদের বৈবাহিক সম্পর্ককে আরও একটি সুযোগ দিতে চায়। এ কারণেই মালাইকা আরবাজের বাড়ি গিয়ে উঠেছেন।

প্রসঙ্গত, লন্ডনের একজন ব্যবসায়ীর সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছিলো মালাইকার আর সে কারণেই না-কি আরবাজের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মে ১৮, ২০১৬
জেএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।