ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

নজরুল জয়ন্তীতে ফেরদৌস আরার ৪ মিউজিক ভিডিও 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মে ১৮, ২০১৬
নজরুল জয়ন্তীতে ফেরদৌস আরার ৪ মিউজিক ভিডিও  ফেরদৌস আরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে ২৫ মে  নিজের গাওয়া চারটি গানের ভিডিও প্রকাশ করবেন ফেরদৌস আরা। কবির লেখা গানের মিউজিক ভিডিওগুলো তৈরি করেছেন চারজন নারী নির্মাতা।

নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা জানান, নজরুল জয়ন্তী উপলক্ষে তার গাওয়া নজরুলের ‘নহে নহে প্রিয়’, ‘তোমার বুকের ফুলদানিতে’, ‘বাঁকা চোখে চাহে’ ও ‘নয়ন ভরা জল গো তোমার’ গানগুলোর ভিডিওচিত্র তৈরি করা হয়েছে। এগুলো নির্মাণ করেছেন নারগিস আক্তার, রেবেকা সুলতানা বিন্তি,  অনন্যা রুমা ও লুৎফুন্নাহার মৌসুমী।

শিল্পী ফেরদৌস আরা আরও জানান, প্রতিটি মিউজিক ভিডিওতে রয়েছে চমক। এর শুটিং করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে। স্থানগুলোর মধ্যে রয়েছে শফিপুরের আনসার একাডেমি প্রাঙ্গণ, ঢাকা ক্যান্টনমেন্ট, পুরনো ঢাকার বিভিন্ন এলাকা। ভিডিওচিত্রে অংশ নিয়েছেন ফেরদৌস আরাসহ কয়েকজন তরুণ মডেল। ২৫ মে রাত ৮টায়  চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে ভিডিওগুলো।

 
বাংলাদেশ সময়: ১৫৫০  ঘণ্টা, মে ১৮, ২০১৬
টিএস/এসও 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।