ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

স্নাতক শেষ করলেন সাইফকন্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মে ১৯, ২০১৬
স্নাতক শেষ করলেন সাইফকন্যা সাইফ আলি খান ও সারা আলি খান

নিউইয়র্কের কলোম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। এ খবরে পরিবার ও বলিউড মহলের সকলেই বেশ খুশি।

 
সাইফের প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের ঘনিষ্ঠ বন্ধু ও ডিজাইনার সন্দীপ খোসলা খবরটি পাওয়ার পর অনেক খুশি হয়েছেন এবং ইনস্টাগ্রামে সারার একটি স্থিরচিত্র শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একাডেমিক পোশাক পরে হাসছেন সারা। ক্যাপশনে সন্দীপ লিখেছেন, ‘সাইফ একজন গর্বিত পিতা হয়েছেন। তার মেয়ে বিশ্ববিদ্যায়ের পড়াশুনা শেষ করেছেন। তিনি (সারা আলি খান) এবার নিঃসন্দেহে বলিউডে পা রাখতে পারবেন। এমনকি সাইফ নিজে অত্যন্ত গর্বের সঙ্গে তার মেয়েকে পুরো বলিউড শহরে পরিচয় করিয়ে দিতে পারবেন। ’

তিনি আরও লিখেছেন, ‘এই বাচ্চা মেয়েটি রাজপরিবারের আগামী প্রজন্মের বলিউড তারকা হিসেবে খুব শিগগিরই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আমার প্রিয় বন্ধু অমৃতার মেয়ে সারার জন্য আমার ভালোবাসা রইলো। ’

বলিউডের নবাব সাইফ আলি খান ও তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা। ১৯৯১ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। এরপর ২০০৪ সালে তারা তাদের সংসারের ইতি টানেন। মেয়ে ছাড়া তাদের একটি পুত্র সন্তান রয়েছে। তার নাম ইব্রাহিম আলি খান।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ১৯ মে, ২০১৬
জেএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।