ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অ্যাপলের জন্য শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মে ১৯, ২০১৬
অ্যাপলের জন্য শাহরুখ টিম কুক ও শাহরুখ খান

নিজের ব‍াড়ি মান্নতে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের সম্মানে এক বিশাল পার্টির আয়োজন করেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।  বুধবার (১৮ মে) যেখানে উপস্থিত ছিলেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু ও বলিউডের অনেক তারকা।

 তালিকায় ছিলেন- অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতি, ফারাহ খান, আমির খান, মাধুরী দিক্ষিত, এ আর রহমানসহ আরও অনেকে।

কুক ও শাহরুখ না-কি একে অপরের সঙ্গে দেখা করার জন্য খুব আগ্রহী ছিলেন। ওইদিন সকালে সিদ্ধিবিনায়ক মন্দিরে কিং খানের সঙ্গে আরতিতে অংশ নিয়েছেন কুক। এর আগে ২০১১ সালে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস ভারতে এসেছিলেন। এবার এলেন টিম কুক।

শাহরুখের বাড়িতে যাওয়ার আগে বলিউড অভিনেতা ইমরান হাশমি ও প্রযোজক মহেশ ভাটের সঙ্গেও দেখা করেছেন কুক। মুম্বাই ছাড়াও দিল্লি, হায়দারাবাদ ও বেঙ্গালুরুতে যাবেন তিনি। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মহারাষ্ট্রের প্রধানমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসের সঙ্গেও দেখা করবেন কুক।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মে ১৯, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।