ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

আবার দিলরুবা আবার ‘ভ্রমর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মে ২০, ২০১৬
আবার দিলরুবা আবার ‘ভ্রমর’ দিলরুবা খান-ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২৫ বছর আগে গেয়েছিলেন ‘ভ্রমর কইওয়ো গিয়া’ গানটি। তার কণ্ঠের সেই গানটি এখনও দারুণ শ্রোতাপ্রিয়।

রাধারমণ দত্তের কালজয়ী ‘ভ্রমর’ এবার নতুন সংগীতায়োজনে উপভোগ করা যাবে দিলরুবা খানের কণ্ঠে। আসছে গানটির ভিডিওচিত্রও।  

শ্রোতাপ্রিয় অনেক গানের শিল্পী দিলরুবা জানান, তরুণ প্রজন্মের কাছে ‘ভ্রমর’কে পৌঁছে দিতে চান তিনি। এ কারণেই আবার গেয়েছেন এটি। ২৫ বছর আগে প্রকাশিত নিজের প্রথম একক ‘পাগল মন’ থেকে এই গানটি নেওয়া হয়েছে। দিলরুবা খান জানান, আগের গানটির সংগীত পরিচালনা করেছিলেন আলী আকবর রুপু। নতুনভাবে সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত। ’

এর আগে ‘পাগল মন’ গানটিও নতুনভাবে গেয়েছেন দিলরুবা। এবার করেছেন ‘ভ্রমর’। অচিরেই গানটির ভিডিও প্রকাশ করা হবে বলে জানান গুণী এই শিল্পী।  এই দুটি গানই ডিজে রাহাতের একটি প্রজেক্টে ঠাঁই পাবে।  

‘ভ্রমর কইও গিয়া’ গানটির মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে দেখা যাবে নাদিয়াকে। এতে থাকছেন দিলরুবা নিজেও। মিউজিক ভিডিওর শুটিংয়ের অভিজ্ঞতাও শুনিয়েছেন দিলরুবা। তিনি বলেন, ‘শুটিং করতে গিয়ে আমরা টানা চার ঘণ্টা বৃষ্টিবন্দি ছিলাম। ভালো একটি কাজের খাতিরে এসব ভোগান্তি আমাদের গায়ে লাগেনি। ’

এ সময়ের ব্যস্ততা নিয়ে দিলরুবা বলেন, ‘অনেকদিন ধরেই নতুন কোনো গান নিয়ে কাজ করছি না। আমার লক্ষ্য হলো এ প্রজন্মের সামনে নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরা। পুরনো অনেক বিষয়ই হারিয়ে যাচ্ছে। আমার গানও হয়তো থাকবে না। তাই নিজের গানগুলোকেই যুগোপযোগী করে রাখতে চাই। ’

* ‘ভ্রমর কইয়ো গিয়া’ গানটির প্রমো:

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মে ২০, ২০১৬
জেএম/এসও
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।