ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

রিয়াজের ব্যস্ততা নাটকেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মে ২০, ২০১৬
রিয়াজের ব্যস্ততা নাটকেই রিয়াজ

রিয়াজ অভিনীত সবশেষ ছবি মূলধারার হলেও সেখানে তিনি ছিলেন বিশেষ অতিথি চরিত্রে। ‘সুইটহার্ট’ নামে ওই ছবির আগে তাকে স্বরূপে দেখা গেছে ‘কৃষ্ণপক্ষ’তে।

 চলচ্চিত্র নয়, বরং নাটকেই ব্যস্ততা বেড়েছে জনপ্রিয় এই তারকার।  

বাংলানিউজের সঙ্গে আলাপে শুক্রবার (২০ মে) রিয়াজ বলেন, ‘নানা কারণে চলচ্চিত্রে অভিনয় কমিয়ে দিয়েছি, এটা সবাই জানেন। আপাতত নাটক নিয়েই আছি। ঈদ উপলক্ষে কয়েকটি নাটকে অভিনয় করছি। ’

রিয়াজ জানান, ঈদে সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ‘কইন্যা’ টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। নাটকটির দৃশ্যধারণ শেষ। এটি নিয়ে আশাবাদী রিয়াজ। তিনি বলেন, ‘ব্যতিক্রমী একটি চরিত্রে অভিনয় করেছি। দীর্ঘদিন মনে রাখার মতো একটি কাজ এটি। ’

এ ছাড়া আরও ৩-৪টি নাটকে অভিনয় করবেন রিয়াজ। এগুলো প্রচার হবে ঈদে। নাটকে অভিনয় ছাড়াও বিচারক হিসেবে তাকে পাওয়া যাচ্ছে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’-এ।   

রিয়াজ জানান, ১৯ মে আরটিভিতে প্রচার হয়েছে তার সবশেষ নাটক ‘মাধবীলতা শুধু তোমার জন্য’। রাইসুল তমালের পরিচালনায় নাটকটি দেখে অনেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। রিয়াজ বলেন, ‘আজকাল ফেসবুকেই বেশি মন্তব্য পাচ্ছি। নাটক প্রচার হওয়ার পর দর্শকরা দেখছেন, সেটার প্রতিক্রিয়া জানান এটা বেশ ভালো লাগে। ’

এদিকে শনিবার (২১ মে) রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনের পর্দায় হাজির হবেন রিয়াজ। ‘আমার আমি’ নামের অনুষ্ঠানটিতে অতিথি হয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা বলেন, ‘একমাস আগে এর শুটিং করেছি। কী বলেছিলাম এখন আর মনে নেই…!’

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ২০, ২০১৬
এসও
 


 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।