ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘খিচুড়ি বসিয়েছি…’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মে ২১, ২০১৬
‘খিচুড়ি বসিয়েছি…’ মম- ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খিচুড়ি আর গরুর মাংস রান্না করছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। শনিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় বাংলানিউজের সঙ্গে আলাপে এই তথ্য জানিয়েছেন জনপ্রিয় লাক্স তারকা।

রাত থেকে বৃষ্টির কবলে পড়েছে দেশবাসী। বৃষ্টি যেমন সুখকর কিছু মূহুর্ত এনে দিয়েছে, তেমনি দুর্ভোগেও ফেলেছে। তাই প্রাত্যহিক রুটিন পাল্টে গেছে। অভিনেত্রী মমও এর বাইরে নন। কিন্তু এরপরও আজ তার মনটা বেশ ফুরফুরে। কী সেই কারণ?

মম বললেন, ‘সকালে শুটিংয়ে যাওয়ার কথা ছিলো। একটু আগে জানতে পারলাম বৃষ্টির কারণে কাজ শুরু হতে দেরি হবে। দুপুরের পর স্পটে গেলেই চলবে। চুলায় খিচুড়ি বসিয়েছি। ভাবলাম একটু খিচুড়ি আর গরুর মাংস রান্না করি। অনেকদিন বাসায় লাঞ্চ করা হয় না। সবমিলিয়ে দিনটা বেশ ভালো যাবে বলে মনে হচ্ছে। ’

মম এখন কাজ করছেন চয়নিকা চৌধুরীর একটি ঈদের নাটকে। আবুল হায়াতের উপন্যাস ‘পলাতক’ অবলম্বনে এটি তৈরি হচ্ছে। নাটকের নাম রাখা হতে পারে ‘মূহুর্ত’। আজ এরই শুটিংয়ে অংশ নেওয়ার কথা তার। নাটকটিতে মমর বিপরীতে আছেন সজল। এতে মম অভিনয় করছে আদুরে এক তরুণীর ভূমিকায়। যে কি-না পরিবার থেকে সবই পেয়েছে। সেই মেয়েটি ঘটনাচক্রে পালিয়ে বিয়ে করে। এর মধ্য দিয়ে নতুন এক বাস্তবতার সঙ্গে তার পরিচয় ঘটে। যার জন্য প্রস্তুত ছিলো না মেয়েটি।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মে ২১, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।