ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

১৭ দিন বয়সী আলীনাকে হারালেন ন্যানসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, মে ২১, ২০১৬
১৭ দিন বয়সী আলীনাকে হারালেন ন্যানসি ন্যানসি-ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তৃতীয়বারের মতো মা হয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ন্যানসি। জন্মের ১৭ দিনের মাথায় পৃথিবীর মায়া ত্যাগ করেছে তার সেই সন্তান।

শনিবার (২১ মে) সকাল সাড়ে ৯টায় ন্যানসির কন্যা আলীনা জাফরীনের মৃত্যু হয় (ইন্নালিল্লা…রাজিউন)।  

বাংলানিউজের সঙ্গে আলাপে শোকাহত ন্যানসি জানান, জন্মের কয়েকদিন পরই আলীনা অসুস্থ হয়ে পড়ে। ৯ মে ময়মনসিংহ থেকে চিকিৎসার প্রয়োজনে ঢাকায় আনা হয় ওকে। রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারও করতে হয়েছে। হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও শেষ রক্ষা হলো না।

আলীনার মৃত্যুতে ন্যানসি ও তার শ্বশুরবাড়ির পরিবারে এখন শোকের মাতম।  

নবজাতিকাকে হারিয়ে শোকে কাতর ন্যানসি। নিয়তির কথা মেনে নিয়ে তিনি বলেন, ‘আমার কোলেই ওর মৃত্যু হয়েছে। সবই আল্লাহর ইচ্ছা। ’

৪ মে ময়মনসিংহের একটি হাসপাতালে নতুন অতিথি আলীনার মুখ দেখেছিলেন ন্যানসি। সেই সন্তানের দাফন সম্পন্ন করতে সেখানকার উদ্দেশে রওয়ানা হচ্ছেন ন্যানসি ও তার পরিবারের সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মে ২১, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।