ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘ক্লান্তি আমার ক্ষমা করো…’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মে ২১, ২০১৬
‘ক্লান্তি আমার ক্ষমা করো…’ ডেনিয়েল ক্রেগ

‘ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু…’-এই রবীন্দ্রসংগীতটিই যেন গাইছেন ডেনিয়েল ক্রেগ! পর পর দুটি বন্ড ছবি ফিরিয়ে দেওয়ায় এমনটাই মনে হতে পারে। ড্যানিয়েল সরাসরি বলেছেন, ‘জেমস বন্ডের চরিত্র করতে করতে আমি ক্লান্ত।

জানা গেছে, ফিরিয়ে দেওয়া ছবি দু’টির জন্য প্রায় ১০ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছিল 8৮ বছর বয়সী হলিউডের এই তারকাকে। সেটিই প্রত্যাখ্যান করেছেন প্রাক্তন বন্ড। মেট্রো গোল্ডউইন মেয়ারের কর্তাদের ড্যানিয়েল সরাসরি জানিয়েছেন, জেমস বন্ডের চরিত্র করতে করতে তিনি ক্লান্ত। কাজেই পারিশ্রমিক যতোই হোক, কিছুতেই আর বন্ড হবেন না তিনি। ‘স্পেক্টর’-এর পরেই ড্যানিয়েল জানিয়ে দিয়েছিলেন, সেটাই তার করা শেষ বন্ড ছবি। তারপরও নির্মাতারা নাছোড়! তাই বড় অঙ্কে রফাও করতে চেয়েছিলেন তারা। তবে লাভ হয়নি শেষমেষ!

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ২১, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।