ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়া-অভিষেকের সংসারে ভাঙনের সুর! (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মে ২২, ২০১৬
ঐশ্বরিয়া-অভিষেকের সংসারে ভাঙনের সুর! (ভিডিও) অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন

বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। অভিনয় জীবনের পাশাপাশি সংসার জীবনও বেশ ভালো কাটছিলো এই তারকা দম্পতির।

কিন্তু হঠ‍াৎ করেই তাদের সংসারে ভাঙনের সুর বাজছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।     

সম্প্রতি ‘সর্বজিৎ’ ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পুরো বচ্চন পরিবার। স্বাভাবিকভাবেই সাংবাদিকদের ক্যামেরার ফোকাস ছিলো ঐশ্বরিয়া-অভিষেক দম্পতির দিকে। কিন্তু এখানেই বাঁধে বিপত্তি। ঐশ্বরিয়ার সঙ্গে কয়েকটি ছবি তোলার পরই তার কাছ থেকে দূরে সরে যান অভিষেক। ঐশ্বরিয়া অভিষেককে ডাকলেও তাকে এড়িয়ে যান বলিউডের এই অভিনেতা।

এখানেই শেষ নয়, মিডিয়ার বহু ডাকাডাকির পর ঐশ্বরিয়ার সঙ্গে ছবি তুলতে রাজি হন অভিষেক। কিন্তু এরপর যখন আলোচিত্রীরারা ঐশ্বরিয়াকে পোজ দেওয়ার জন্য বলেন অভিষেক রাগ হয়ে বলে ওঠেন শুধু ওর (ঐশ্বরিয়া) ছবি তুলুন। এ কারণে মিডিয়ার সকলের সামনে বেশ অস্বস্তিতে পড়তে হয় ৪২ বছর বয়সী এই অভিনেত্রীকে। এ সময় মুখে হাসি ধরে রাখলেও এ সুন্দরীর যে মন খারাপ ছিলো, তা স্পষ্ট ফুটে উঠেছিলো তার চেহারায়।

এই ঘটনার পরই বলিউড মহলে তাদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছে। অনেকে বলছেন, অভিষেকের এড়িয়ে যাওয়ার কারণ হলো তার অহংকার। ক্যারিয়ারে মোটেও ভালো সময় যাচ্ছে না অভিষেকের। এ দিকে বিরতি থেকে ফেরার পর একের পর এক ছবির প্রস্তাব পাচ্ছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী। এ ছাড়া দলবীর কৌরের চরিত্রের জন্য সমালোচকদের প্রশংসাতেও ভাসছেন ঐশ্বরিয়া। আর এতেই শুরু হয়েছে তাদের স্নায়ুযুদ্ধ।

* ঐশ্বরিয়ারাকে ছেড়ে চলে গেলেন অভিষেক ভিডিও :


বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, মে ২২, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।