ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ক্যান্সার রোগীর স্বপ্ন পূরণ করলেন অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মে ২২, ২০১৬
ক্যান্সার রোগীর স্বপ্ন পূরণ করলেন অমিতাভ হৃদিকা ও অমিতাভ বচ্চন

হৃদিকা নামে এক ক্যান্সারে আক্রান্ত এক রোগীর সঙ্গে দেখা করে তার স্বপ্ন পূরণ করলেন অমিতাভ বচ্চন। শুধু তাই নয়, হৃদিকার জন্মদিনও পালন করেছেন বিগ বি।

৭৩ বছর বয়সী এই অভিনেতা জানতে পারেন তিনি হৃদিকার পছন্দের তারকা। এরপরই তার জন্মদিনের দিন তার সঙ্গে দেখা করেন বলিউডের এই মেগাস্টার। এ খানেই শেষ নয়, দু’জনে মিলে একসঙ্গে কেক কেটেছেন।

‘শোলে’খ্যাত এই তারকা হৃদিকার সঙ্গে তোলা কিছু ‍স্থিরচিত্র টুইটারে শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, হৃদিকাকে ফুলের তোড়া উপহার এবং কেক খাইয়ে দিচ্ছেন অমিতাভ। বলিউডের এই মেগাস্টার ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘তরুণ হৃদিকা ক্যান্সারের সঙ্গে লড়ছে এবং তার সঙ্গে দেখা ইচ্ছা পূরন করলাম। সে খুব সুন্দর। কিন্তু ও অক্সিজেন কন্টেইনার ছাড়া এক মুহূর্ত চলাফেরা করতে পারে না যা খুব কঠিন। দোয়া করি ও যাতে খুব শিগগিরই সুস্থ হয়ে ওঠে। ’

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মে ২২, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।