ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

দিঠিকে তারকাদের অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, মে ২২, ২০১৬
দিঠিকে তারকাদের অভিনন্দন

যেন তারার মেলা। তরুণ এক কণ্ঠশিল্পীকে অভিনন্দন জানাতে তারার মেলা বসেছিলো।

সংগীত জগতের জীবন্ত কিংবদন্তিদের অনেকেই উপস্থিত ছিলেন ওই আয়োজনে। শুক্রবার (২১ মে) সন্ধ্যায় সংগীতশিল্পী দিঠি আনোয়ারের নতুন একক অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন শোবিজের অনেক তারকা।

১০ বছর পর ‘পোড়া চোখ’ অ্যালবামের মাধ্যমে সিডি আকারে গান প্রকাশ করলেন দিঠি।   রাজধানীর গুলশান ক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঠির বাবা গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। আরও ছিলেন সংগীতাঙ্গনের তারকা গায়ক, সুরকার ও সংগীত পরিচালকেরা।

দিঠিকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগীতিশিল্পী খুরশীদ আলম, সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, পলাশ, রিজিয়া পারভীন, রুমানা ইসলাম, মেহরীন, শফিক তুহিন, সাব্বির জামান, জুলি, নির্ঝর, লুইপা প্রমুখ। সুরকার ও সংগীত পরিচালকদের মধ্যে ছিলেন আলম খান, শেখ সাদী খান, শওকত আলী ইমন, ইবরার টিপু, ইমন সাহা প্রমুখ। আরও ছিলেন অভিনেত্রী তারিন, উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, কৌশিক শংকর তাপস প্রমুখ।

‘পোড়া চোখ’ শিরোনাম গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। তিনি বললেন,‘ চোখের প্রতি সংগীতশিল্পীদের একটা দুর্বলতা আছে। আমার নিজেরও দুর্বলতা আছে। এখন বয়স হয়েছে। চোখও আর আগের মতো নেই। তবু কীভাবে যেন পোড়া চোখ শব্দটি গানে এসে পড়েছে। ’

অ্যালবামের নামকরণ প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বললেন,‘ পোড়া চোখ শব্দটি এর আগেও ব্যবহার হয়েছে। কন্যার প্রতি আদর ভালোবাসার বহিপ্রকাশ ঘটাতে গিয়েই পোড়া চোখ শব্দটি ব্যাবহার করেছেন। দিঠি আমাদের সংগীত পরিবারের অত্যন্ত আদরের একটি মেয়ে। আমার বিশ্বাস দিঠির অ্যালবামের গানগুলো সবার কাছেই ভালো লাগবে। ’

আটটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, কবির বকুল, সোমেশ্বর অলি ও ফয়সাল রাব্বীকিন। আর সুর করেছেন আলাউদ্দিন আলী, শেখ সাদী খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শওকত আলী ইমন, এসআই টুটুল ও শফিক তুহিন।

নতুন অ্যালবাম প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘দুই প্রজন্মের গীতিকার ও সুরকাররা এই অ্যালবামটিতে কাজ করেছেন। যারা এক সময় আমার বাবার গানে সুর করতেন, তারা আমার গানেও সুর করেছেন। আবার এ প্রজন্মের সুরকাররাও রয়েছেন। তাই বলতে পারেন, এটা দুই প্রজন্মের একটা মেলবন্ধনের অ্যালবাম। ’

অনুষ্ঠানে একটি গানের ভিডিওচিত্র দেখানো হয়। ‘দিন যাবে কাল গুনে’ শিরোনামের এই গানটির ভিডিও উপভোগ করা যাচ্ছে ইউটিউব ও গানবাংলা চ্যানেলে। দিঠির ‘পোড়া চোখ’ বাজারে এনেছে জি সিরিজ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ২২, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।