ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

প্রাঙ্গণেমোরের ‘বিবাদী সারগাম’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মে ২২, ২০১৬
প্রাঙ্গণেমোরের ‘বিবাদী সারগাম’

বিনয়, বাদল, দিনেশ অবিভক্ত বাংলার মহান বীর সেনানি। তাদের নাম অনেকেই শুনেছেন।

কিন্তু দেশের জন্য তাদের এই মহান আত্মত্যাগের ঘটনা অনেকেরই অজানা। স্বাধীন বাংলাদেশের এই অকুতোভয় তিন বীরের জীবনকাহিনি নিয়ে মঞ্চে আসছে নতুন নাটক ‘বিবাদী সারগাম’। এটি মঞ্চস্থ করবে প্রাঙ্গণেমোর। ২৪ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বেধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

শিশির রহমানের রচনা ও নির্দেশনায় বৃটিশ বিরোধী আন্দোলনের আলোয় রাইটার্স বিল্ডিং আক্রমনের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘বিবাদী সারগাম’।

অভিনয় করছেন রামিজ রাজু, মাইনুল তাওহীদ, তুহিন, রিগ্যান, শুভেচ্ছা রহমান, নুপুর, উর্মিলা, মৌসুমী মৌ প্রমুখ।
 
‘বিবাদী সারগাম’ প্রাঙ্গণেমোরের ১১তম প্রযোজনা। এই নিয়ে এই নাট্যদলটি তিন মাসে তিনটি নাটক আনলো মঞ্চে। আগের দুটি হলো ‘আমি ও রবীন্দ্রনাথ’ ও ও ‘কনডেমড সেল’।
 
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মে ২২, ২০১৬
জেএম/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।