ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

২২ বছর আগের সুস্মিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, মে ২২, ২০১৬
২২ বছর আগের সুস্মিতা সুস্মিতা সেন

১১৯৪ সালের ২১ মে ভারতীয় সুন্দরী হিসেবে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এ বছর সেই স্বর্ণালি সময়ের ২২ বছর পূর্ণ হলো।

এ জন্য ৪২ বছর বয়সী এই অভিনেত্রী তার মিস ইউনিভার্স হওয়ার সেই সময়ের কিছু সাদাকলো ছবি টুইটারে শেয়ার করে দিনটিকে বিশেষভাবে স্মরণ করেছেন।

সুস্মিতা সেন তার টুইটারে লিখেছেন, ‘একজন ভারতীয় হিসেবে মিস ইউনিভার্স এর সম্মান পাওয়ার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ। ’

এ ছাড়া মিস ইউনিভার্সের সেই মঞ্চকে স্বরণ করে তিনি আরও লিখেছেন, ‘আমার এই ২২ বছরের তারকা জীবনের প্রাপ্তি একমাত্র তোমার জন্যই। হয়তো এক বছরের জন্য আমাকে সেই মুকুটটি পরিয়ে দিয়েছিলে তুমি। কিন্তু আমার দেশ ভারত এই মুকুট সর্বদা বহন করবে। মিস ইউনিভার্স ১১৯৪ আমার নিজের পরিবারের মতো। ’

২২ বছর আগে ভারতীয়দের মধ্যে প্রথম ‘মিস ইউনিভার্স’ হয়ে একটি ইতিহাস তৈরি করেছিলেন সুস্মিতা সেন। তখন তার বয়স ছিলো মাত্র ১৯ বছর। সে সময় বলিউডের এই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিলো  আপনার এই জয়ের কারণ কি? উত্তরে তিনি বলেন, ‘নারী হয়ে জন্মগ্রহণ করাকে আমি ঈশ্বরের উপহার মনে করি। এই নারীত্ব আমাদেরকে সবসময় প্রশংসিত করেছে। একটি সন্তানের যিনি জন্ম দেন তিনি নারী। একজন নারী তার সংসারের দেখাশুনা থেকে শুরু করে পরিবারের প্রতি যত্নশীল ও প্রেমময় হয়ে থাকেন। একমাত্র নারীদের দ্বারাই এটি সম্ভব। ’

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, মে ২২, ২০১৬
জেএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।