ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

পাঁচ বছর পর কনার চার নম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, মে ২২, ২০১৬
পাঁচ বছর পর কনার চার নম্বর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাঁচ বছর কম সময় নয়! মিশ্র অ্যালবামে গাওয়া, সিঙ্গেল ও ভিডিও প্রকাশ, প্লেব্যাক আর স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। এবার মনস্থির করেছেন তিনি।

ব্যস্ততা কমিয়ে পুরনো পথে হাঁটবেন আবার। দীর্ঘবছর পর নতুন একক অ্যালবাম নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনা।

সব শেষ একক ‘সিম্পলি কনা’ প্রকাশ পেয়েছিলো ২০১১ সালে।   এরপর আর একক নিয়ে মাথা ঘামানো হয়নি। সম্প্রতি দুটি সিঙ্গেল প্রকাশ হয়েছে কনার। ‘রেশমি চুড়ি’ একক (ভিডিও) আর আসিফ আকবরের সঙ্গে ডুয়েট ‘চুপি চুপি’। ‘রেশমি চুড়ি’তে ভালোই সাড়া পেয়েছেন ‘ভার্সেটাইল’ এই গায়িকা। এবার পাঁচ বছর পর আসছে তার চতুর্থ একক।

রোববার (২২ মে) বাংলানিউজের সঙ্গে আলাপে কনা বললেন, ‘নতুন অ্যালবামের কাজ ‍শুরু করেছি। সিএমভি থেকে বাজারে আসবে এটি। নামী সুরকার ও সংগীত পরিচালকেরা গান তৈরি করছেন। সব মিলিয়ে নতুন কিছু আসবে। ’

সিএমভির কর্ণধার এসকে শাহেদ আলী পাপ্পু বলেন, ‘কনার অ্যালবামের কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে রেকর্ডিং শুরু হবে। ঈদুল ফিতরে বাজারে ছাড়া হবে এটি। ’

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ২২, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।