ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

দ্য রকের সঙ্গে সালমানের বোন ও ভগ্নিপতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মে ২২, ২০১৬
দ্য রকের সঙ্গে সালমানের বোন ও ভগ্নিপতি (বাঁ থেকে) অর্পিতা খান শর্মা, ডোয়াইন জনসন ও আয়ুশ শর্মা

‘দ্য রক’খ্যাত তারকা ডোয়াইন জনসনের সঙ্গে এতোদিন শুধু দেখা গেছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। কারণ তারা দু’জনে এখন ব্যস্ত তাদের পরবর্তী হলিউড ছবি ‘বেওয়াচ’-এর দৃশ্যধারণ নিয়ে।

কিন্তু এবার হলিউডের এই অভিনেতার সঙ্গে দেখা গেলো সালমান খানের বোন অর্পিতা খান শর্মা ও তার স্বামী আয়ুশ শর্মার।  

‘বেওয়াচ’ ছবির সেটে ডোয়াইন জনসনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অর্পিতা ও আয়ুশ। ‘দ্য রক’খ্যাত এই তারকার সঙ্গে তাদের দেখা কারার সুযোগ করে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া নিজেই।

ডোয়াইনের সঙ্গে তোলা একটি স্থিরচিত্র টুইটারে প্রকাশ করেছেন অর্পিতা। যেখানে দেখা যাচ্ছে, দুই পাশে দাঁড়িয়ে আছেন স্বামী ও স্ত্রী এবং মাঝে ডোয়াইন।

হলিউডের এই অভিনেতার সঙ্গে তাদের দেখা করিয়ে দেওয়ার জন্য প্রিয়াঙ্কাকে ধন্যবাদ জানিয়ে অর্পিতা টুইটারে লিখেছেন, ‘প্রিয়াংকা তোমাকে ধন্যবাদ আমাদেরকে এই সুন্দর মুহূর্তগুলো পেতে সাহায্য করার জন্য। তুমি না থাকলে এটি সম্ভব হতো না। রককে ধন্যবাদ। তিনি খুব অসাধারণ একজন মানুষ। ’

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ২২, ২০১৬
জেএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।