ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অ্যাকশনে নতুন লেডি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, মে ২৩, ২০১৬
অ্যাকশনে নতুন লেডি! এমিয়া এমি

নায়িকা প্রধান চলচ্চিত্রের যুগ পেরিয়েছে সেই কবে! বলিউড থেকে ঢালিউড- সবখানে নায়কদের জয়জয়কার। এমন একটা সময়ে লেডি অ্যাকশন ছবির মাধ্যমে প্রধান নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন এমিয়া এমি।

  

নবাগতা এই নায়িকার প্রথম ছবির শুটিং এখনও শেষ হয়নি। ‘সাদা কালো প্রেম’-এ তিনি অভিনয় করছেন আনিসুর রহমান মিলন ও বাপ্পির বিপরীতে। ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্রে এমি চমকই দেখাতে যাচ্ছেন। হাজির হচ্ছেন অ্যাকশন লেডি হিসেবে। নাম চূড়ান্ত না হওয়া ছবিটির পরিচালক ‘দেশা’খ্যাত সৈকত নাসির। এর গল্প লিখেছেন আসাদ জামান।  

বাংলানিউজের সঙ্গে আলাপে সোমবার (২৩ মে) সৈকত নাসির জানান, ছবির প্রয়োজনে মারামারি শিখছেন এমি। এর মধ্যে জিমেও নিয়মিত হয়েছেন তিনি। কয়েকমাসের মধ্যে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। তার আগে চূড়ান্ত করা হবে নায়ক।  

এমিয়া এমি বলেন, ‘ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী। মনের মতো একটি চরিত্র পেয়েছি। সৈকত নাসির আমার পছন্দের পরিচালক। তার সঙ্গে কাজ করছি, এটা সুন্দর প্রাপ্তি হবে বলেই মনে করছি। সব মিলিয়ে আমি উচ্ছ্বসিত। ’
  
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মে ২৩, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।