ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বিজ্ঞাপনচিত্রে সোহানা সাবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মে ২৩, ২০১৬
বিজ্ঞাপনচিত্রে সোহানা সাবা সোহানা সাবা-ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘ষড়রিপু’ নামে কলকাতার একটি ছবিতে অভিনয় করেছেন সোহানা সাবা। আগামী ৩ জুন এটি মুক্তি পাচ্ছে।

এবার কলকাতার নির্মাতার বানানো বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে।  
   
জমজম মিনারেল ওয়াটার নামে একটি পানীয়র বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন সাবা। এর দৃশ্যধারণ হয়েছেন ভারতের দার্জিলিংয়ে। এর নির্মাতা রুপক মজুমদার। কিছুদিনের মধ্যে বিজ্ঞাপনচিত্রটির প্রচার শরু হবে।

নতুন কাজ নিয়ে সাবা বলেছেন, ‘অনেক বছর পর টিভিসি করলাম । নিয়মিত প্রস্তাব পাওয়া সত্ত্বেও করিনি। আমাকে এখানে একদম অন্যভাবে দেখা যাবে। নিজেকে দেখে নিজেরই মজা লাগছিলো কাজের সময়। ’

এদিকে ‘ষড়রিপু’ ছবিটি নিয়ে আশাবাদী সাবা। তিনি জানান, যে কোনো অভিনয় শিল্পীর সবসময় চেষ্টা থাকে নিজেকে নতুন করে প্রকাশের। ছবিটিতে তিনি সেই চেষ্টাটাই করেছেন। ‘ষড়রিপু’তে রাকা নামের আবেদনময়ী এক তরুনীর ভূমিকায় অভিনয় করেছেন সাবা। তার সঙ্গে আরও আছেন ইন্দ্রনীল, রজতাভ দত্ত, চিরঞ্জিত, রুদ্রনীল প্রমুখ। এটি পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মে ২৩, ২০১৬ 
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।