ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

দ্য উইকেন্ডের বিশ্বরেকর্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, মে ২৪, ২০১৬
দ্য উইকেন্ডের বিশ্বরেকর্ড

লাস ভেগাসের টি-মোবাইল অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড-২০১৬’। গত রোববার (২২ মে) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কিন র‌্যাপার ও অভিনেতা লুডাক্রিস এবং মার্কিন গায়িকা সিয়ারা।

এই আয়োজনে আটটি পুরস্কার পেয়েছেন একজনই। তিনি কানাডিয়ান গায়ক দ্য উইকেন্ড (আসল নাম আবেল টেসফায়ে)। জিতে নিয়েছেন আটটি পুরস্কার। এর মধ্যে দিয়ে ইতিহাস গড়লেন তিনি। বিলবোর্ডের ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া গায়ক হলেন উইকেন্ড।

এবারের আসরে আজীবন সম্মাননা প্রদান করা হয় সংগীতশিল্পী সেলিন ডিওনকে। এ ছাড়া যৌন হেনস্থার মামলায় জড়ানোর পর এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম জনসম্মুখে এলেন গায়িকা কেশা।

পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে ছিলো জমকালো সংগীত পরিবেশনা। অ্যারিয়ানা গ্র্যান্ডে, রিয়ান্না, মেগান ট্রেইনার, পিঙ্ক এবং ডেমি লেভাটোর মতো তারকা শিল্পীরা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। সংগীতশিল্পী ম্যাডোনা প্রয়াত গায়ক প্রিন্সকে উৎসর্গ করে সংগীত পরিবেশন করেন।

বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০১৬ বিজয়ীদের তালিকা :
সেরা শিল্পী : অ্যাডেলে
বিলবোর্ড চার্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রেজেন্টেড বাই স্যামসাং গ্যালাক্সি (দর্শক ভোট) : রিয়ান্না
সেরা আর অ্যান্ড বি গান : দ্য উইকেন্ড (দ্য হিলস)
সেরা বিলবোর্ড ২০০ অ্যালবাম : অ্যাডেলে (২৫)
সেরা পুরুষ শিল্পী : জাস্টিন বিবার
সেরা কান্ট্রি সং : ডাই অ্যা হ্যাপি ম্যান, টমাস রেথ
সেরা হট ১০০ গান : উইজ খলিফা ফিচারিং চার্লি পুথ (সি ইউ অ্যাগেইন)
সেরা হট ১০০ শিল্পী : দ্য উইকেন্ড
সেরা নতুন শিল্পী : ফেটি ওয়াপ
সেরা নারী শিল্পী : অ্যাডেলে
সেরা দ্বৈত/গ্রুপ : ওয়ান ডিরেকশন
সেরা বিলবোর্ড ২০০ শিল্পী : অ্যাডেলে
সেরা বিক্রিত গানের শিল্পী : দ্য উইকেন্ড
সেরা রেডিও গানের শিল্পী : দ্য উইকেন্ড
সেরা স্ট্রিমিং শিল্পী : দ্য উইকেন্ড
সেরা সোশ্যাল মিডিয়া শিল্পী : জাস্টিন বিবার
সেরা ট্যুরিং : টেইলর সুইফট
সেরা আর অ্যান্ড বি শিল্পী : দ্য উইকেন্ড
সেরা র‌্যাপ শিল্পী : ড্রেক
সেরা কান্ট্রি শিল্পী : লুক ব্রায়ান
সেরা রক শিল্পী : টুয়েন্টি ওয়ান পাইলট
সেরা ল্যাটিন শিল্পী : রোমিও সান্তোস
সেরা ড্যান্স/ইলেকট্রনিক শিল্পী : ডেভিড গুয়েটা
সেরা সাউন্ডট্র্যাক : গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি
সেরা আর অ্যান্ড বি অ্যালবাম : বিউটি বিহাইন্ড দ্য ম্যাডনেস (দ্য উইকেন্ড)
সেরা র‌্যাপ অ্যালবাম : ড্রিমস ওর্থ মোর দ্যান মানি, মিক মিল
সেরা কান্ট্রি অ্যালবাম : ট্রাভেলার, ক্রিস স্ট্যাপলেটন
সেরা রক অ্যালবাম : ব্লারিফেস, টুয়েন্টি ওয়ান পাইলটস
সেরা ল্যাটিন অ্যালবাম : লস ডুও, জুয়ান গ্যাব্রিয়েল
সেরা ড্যান্স/ইলেকট্রনিক অ্যালবাম : ট্রু কালার্স, জেড
সবচেয়ে বেশি বিক্রিত গান : হ্যালো, অ্যাডেলে
সেরা রেডিও সং : ওয়াক দ্য মুন, সাট আপ অ্যান্ড ড্যান্স
সেরা স্ট্রিমিং গান (ভিডিও) : ওয়াচ মি, সাইলেন্টো
সেরা স্ট্রিমিং গান (অডিও) : দ্য হিলস, দ্য উইকেন্ড
সেরা র‌্যাপ গান : সি ইউ এগেইন,উইজ খলিফা ফিচারিং চার্লি পুথ
সেরা রক সং : সাট আপ অ্যান্ড ড্যান্স
সেরা ল্যাটিন গান : এল পারডন, নিকি জ্যাম অ্যান্ড এনরিক ইগলেসিয়াস
সেরা ড্যান্স/ইলেকট্রিক গান : লেন অন, মেজর লেজার অ্যান্ড ডিজে স্ন্যাক ফিচারিং মো

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, মে ২৪, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।