ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

প্রেম নিয়ে মুখ খুললেন রণবীরের কথিত প্রেমিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, মে ২৪, ২০১৬
প্রেম নিয়ে মুখ খুললেন রণবীরের কথিত প্রেমিকা রণবীর কাপুর ও ভারতী মালহোত্রা

অনেকদিন আগেই বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কের পাট চুকিয়ে ফেলেছেন রণবীর কাপুর। এরপর খবরের শিরোনামে এসেছিলো ভারতী মালহোত্রা নামে দিল্লির একটি মেয়ের নাম।

 ভারতীর ছবিও ছড়িয়ে পড়েছিলো অন্তর্জাল দুনিয়ায়।

মজার ব্যাপার হলো, কীভাবে রণবীরের সঙ্গে নিজের নাম জড়ালো তাই এখন ভেবে পাচ্ছেন না ভারতী। সম্প্রতি একটি ভারতীয় প্রতিবেদনের দেওয়া সাক্ষাৎকারে ভারতী বলেন, ‘গত সপ্তাহে আমার এক বন্ধু ফোন করে জিজ্ঞেস করে, আমি রণবীর কাপুরের সঙ্গে ডেটিং করছি কি-না। আর দশটা সাধারণ মেয়ের মতো আমারও রণবীর এবং বলিউডের সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রথমে আমি ভেবেছিলাম কেউ আমাকে নিয়ে মজা করছে। কিন্তু পরবর্তীতে দেখলাম একটি খবরের চ্যানেলে আমাকে রণবীরের ‘দিল্লিওয়ালি গার্ল ফ্রেন্ড’ তকমা দেওয়া হয়েছে। ’

তিনি আরো বলেন, ‘ইন্টারনেটে নিজের সম্পর্কে সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলো পড়ে আশ্চর্য হয়ে যাই। প্রথমে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, রণবীর দিল্লির একটি মেয়ের সঙ্গে ডেটিং করছেন। পরবর্তীতে আমাকেই সেই মেয়ে বানানো হয়। আমার ফেসবুক থেকে ছবি নিয়ে সংবাদমাধ্যমেগুলো ব্যবহার করেছে। আমি ভেবে পাচ্ছি না কীভাবে এর শুরু হলো!’

এখানেই শেষ নয়, নিজের প্রেমিকের নাম প্রতীক চৌধুরী বলে জানিয়েছেন ভারতী। যখন সংবাদমাধ্যমগুলোতে তাকে নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হয় তখন প্রতীকের সঙ্গে তিনি জয়পুরে ছিলেন। খুব শিগগিরই তাদের বাগদান হবে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মে ২৪, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।