ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সালমান প্রসঙ্গে চটেছেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মে ২৪, ২০১৬
সালমান প্রসঙ্গে চটেছেন ঐশ্বরিয়া সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সাধারণত হাসিমুখেই কথা বলেন।

আর খুব একটা মাথা গরম করতেও দেখা যায় না। কিন্তু সম্প্রতি প্রাক্তন প্রেমিক সালমান খান নিয়ে প্রশ্ন করায় ভীষণ চটেছেন এই তারকা।

প্রযোজক বাসু ভাগনানির অফিসে ‘সর্বজিৎ’ ছবি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ৪২ বছর বয়সী নায়িকা। সেখানেই তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন,  ভবিষ্যতে সালমান খানের সঙ্গে অ্যাশ অভিনয় করবেন কি-না।

প্রশ্নটি মোটেও পছন্দ হয়নি ঐশ্বরিয়ার। তিনি সাক্ষাৎকার বন্ধ করে দাঁড়িয়ে পড়েন। শুধু তাই নয়, তার নেওয়া সাক্ষাৎকারের ভিডিও ফুটেজগুলোও মুছে ফেলতে বলেন।  

এ অবস্থায় বাসু ভাগনানির পুত্র প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানি এসে ঐশ্বরিয়াকে শান্ত করেন। কিন্তু তবু যেন রাগ কমে না অ্যাশের। এ অভিনেত্রী কিছুটা ক্ষুব্ধ হয়ে উপস্থিত অন্য সাংবাদিকদের দাঁড়িয়ে না থেকে প্রশ্ন শুরু করতে বলেন।

ঐশ্বরিয়ার আকস্মিক এ আচরনে হতবাক হয়েছেন সবাই। কারণ এর আগে সালমানকে নিয়ে প্রশ্ন করা হলেও কৌশলেই এর জবাব দিয়েছেন তিনি।

কিছুদিন আগে এক অনুষ্ঠানে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হিসেবে সালমান খানকে নির্বাচন করা প্রসঙ্গে ঐশ্বরিয়াকে প্রশ্ন করা হয়েছিলো। সে সময় সালমানের প্রশংসা করে ‘দেবদাস’খ্যাত এই তারকা বলেছিলেন,  ‘যারা দেশের প্রতিনিধি হিসেবে ভালো কাজ করছেন বা করার চেষ্টা করছেন, আমি মনে করি এটি খুবই ভালো একটি ব্যাপার। এমন কাজে সবারই স্বীকৃতি পাওয়া উচিত। ’

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মে ২৪, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।