ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ভক্ত তরুণীকে উদ্ধার করলেন ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মে ২৪, ২০১৬
ভক্ত তরুণীকে উদ্ধার করলেন ব্র্যাড পিট ব্র্যাড পিট

পর্দায় তিনি সবার পছন্দের অভিনেতা। অভিনয়ের সুবাদে কেড়েছেন কোটি দর্শকের হৃদয়।

হলিউডে সবাই এক নামে চেনেন তাকে। কোনো ছবিতে নয়, বাস্তবেই এক তরুণীকে বিপদ থেকে উদ্ধার করলেন অভিনেতা ব্র্যাড পিট। পর্দার হিরো এবার বাস্তবেরও হিরো হলেন। খবর মিরর-এর।

সম্প্রতি নিজের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘অ্যালেড’-এর দৃশ্যধারণের জন্য স্প্যানিশের গ্রেন কানারিয়া শহরের কানারি দ্বীপে গিয়েছিলেন ব্র্যাড। আর সেখানে তাকে এক নজর দেখতে ভিড় জমায় অগনিত ভক্ত। ৫২ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন ভক্ত ও অনুসারীরা।

ঠিক সে সময় ভিড়ের মধ্যে আটকা পড়ে এক তরুণী। ব্র্যাড সেটা লক্ষ্য করেন। নিজের বডিগার্ডের সাহায্যে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসেন তিনি। এরপর ভক্ত সেই তরুণীকে মায়ের কাছেও ফিরিয়ে দেন ব্র্যাড পিট।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মে ২৪, ২০১৬
জেএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।