ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

হৃদয় যখন ব্যর্থ প্রেমিক! (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মে ২৪, ২০১৬
হৃদয় যখন ব্যর্থ প্রেমিক! (ভিডিও) মিউজিক ভিডিও দৃশ্যে হৃদয় খান ও মারিয়া

সুখী দম্পতি। হঠাৎ প্রেমিকের মনে সন্দেহ।

এ ঘটনায় প্রেমিকাকে ছেড়ে যাওয়া। অতঃপর প্রেমিকার আত্মহত্যা- এমন গল্পের ভিডিওচিত্রে মডেল হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। কাহিনির প্রেমিক মানুষটি তিনিই। নিজের গাওয়া ‘ফিরে তো পাবো না’ গানে হৃদয় মডেল হিসেবে পেয়েছেন শ্রীলঙ্কান সুন্দরী মারিয়াকে।  

রোববার (২২ মে) ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে গানটির ভিডিও। সুর-সংগীতায়োজন করেছেন শ্রীলঙ্কার সংগীত পরিচালক রাজ থিলাইয়ামপালাম। সিংহলি ভাষার এ গানটির বাংলা সংস্করণ গেয়েছেন হৃদয়। লিখেছেন গুঞ্জন রহমান।

ভিডিওটির প্রসঙ্গে হদয় খান বলেন, ‘আমি সাধারণত নিজের গান নিজেই সুর করি। এবার শ্রীলঙ্কান সুরকারের গানে কণ্ঠ দিয়েছি। তাছাড়া ভিডিওর মডেলও ভিনদেশি। ’

‘ফিরে তো পাবো না’ গানের ভিডিওটি পরিচালনা করেছেন শ্রীলঙ্কান নাগরিক আয়েস ওয়াজিরাতনে। ইউটিউবে দেখা হয়েছে ২৬ হাজারেরও বেশিবার।

* ‘ফিরে তো পাবো না’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ২৪, ২০১৬

টিএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।