ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

মাহি বললেন, ‘বুধবার সন্ধ্যায় বিয়ের ব্যাপারে জানাবো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মে ২৪, ২০১৬
মাহি বললেন, ‘বুধবার সন্ধ্যায় বিয়ের ব্যাপারে জানাবো’ মাহি- ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রথমে একটা শর্ত জুড়ে দিলেন। কোনো কিছু জিজ্ঞেস করা যাবে না।

তারপর টুকে রাখার জন্য একটা ঠিকানা দিলেন চিত্রনায়িকা মাহি। এরপর বললেন, ‘কাল বুধবার (২৫ মে) সন্ধ্যায় আমার বিয়ের ব্যাপারে বিস্তারিত জানাবো। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না। অবশ্যই আসবেন। ’ মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় বাংলানিউজের সঙ্গে আলাপে তরিঘরি এমনটাই জানালেন মাহি।

পাত্র কে? এমন প্রশ্নের জবাবে মাহি মুখ খোলেননি। শুধু বলেছেন, সরাসরিই সব বলবেন। এদিকে মাহির বিয়ে নিয়ে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিভিন্ন খবর। এসব খবরকে ‘ভুয়া’ বলে উল্লেখ করেছেন তিনি। মাহি হেসে বলেন, ‘সঠিক তথ্য জানানো হবে বুধবার। ’

অনুসন্ধানী বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে যে, মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় উত্তরায় নিজ বাসায় আকদ সম্পন্ন করেছেন মাহি। পাত্র সিলেটের স্থানীয় ব্যবসায়ী পারভেজ মোহাম্মদ অপু। এ সময় মাহি ও অপুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ১২ মে একই বাসায় তাদের আংটি বদল হয় পারিবারিক ভাবে। শোনা যাচ্ছে, আগামী ২৪ জুলাই বৌভাত অনুষ্ঠান হবে সিলেটে। এসব ব্যাপারে জানানোর জন্যই নাকি বুধবার উত্তরায় ডেকেছেন সংবাদ সম্মেলন!

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মে ২৪, ২০১৬

এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।