ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

৪০ দিনে ১০০ কোটি রুপি উপার্জন করবেন প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মে ২৫, ২০১৬
৪০ দিনে ১০০ কোটি রুপি উপার্জন করবেন প্রিয়াঙ্কা! প্রিয়াঙ্কা চোপড়া

আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’ ও হলিউড ছবি ‘বেওয়াচ’-এর দৃশ্যধারণের জন্য বেশকিছুদিন ধরেই ভারতের বাহিরে রয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে শোনা যাচ্ছে, বৃহস্পতিবার (১৬ মে) ৪০ দিনের জন্য নিজের মুম্বাই ফিরে আসছেন তিনি।

তবে আপনি যদি ভাবেন ঠান্ডা হাওয়ায় বসে কফি খাওয়া ও বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য তিনি ভারতে আসছেন তাহলে সেটি সম্পূর্ণ ভুল ধারণা। এমনকি একটি মুহূর্ত নষ্ট করতে পারবেন না তিনি। কারণ, ২৪ বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী। এগুলো হলো- বিভিন্ন ম্যাগাজিনের মডেল, ফলের জুস, জুয়েলারি প্রতিষ্ঠান, প্রিমিয়ার এয়ালাইন, পান মশলা। আগামী মাস ও তার মাঝামাঝি সময় থেকে এগুলোর দৃশ্যধারণ শুরু হবে।

এখানেই শেষ নয়, এই ৪০ দিনের মধ্যে ১০০ কোটি রুপি উপার্জন করে ফেলবেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা। তবে সবচাইতে মজার ব্যাপার হলো, বিভিন্ন ফলের জুসের বিজ্ঞাপনের জন্য ৬ কোটি রুপি পাবেন প্রিয়াঙ্কা চোপড়া।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মে ২৫, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।