ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

কানাডায় লড়বে ‘অস্তিত্ব’ ও ‘এক্স-মেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মে ২৫, ২০১৬
কানাডায় লড়বে ‘অস্তিত্ব’ ও ‘এক্স-মেন’

কানাডার প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত ছবি ‘অস্তিত্ব’। আরিফিন শুভ ও তিশা অভিনীত ছবিটি প্রতিযোগিতা ও চ্যালেঞ্জের মুখে চলবে সেখানে।

কারণ একইদিন শুক্রবার (২৭ মে) মুক্তি পাচ্ছে হলিউডের ‘এক্স-মেন অ্যাপোক্যালিপ্স’।

‘অস্তিত্ব’র পরিচালক অনন্য মামুন জানান, এটা দেশের চলচ্চিত্রের জন্য গৌরবের বিষয়। কারণ কানাডার সিনেপ্লেক্স ওদিওনে ‘অস্তিত্ব’ আর ‘এক্স-মেন অ্যাপোক্যালিপ্স’-এর প্রদর্শনী থাকছে পাশাপাশি। দুটি ছবিরই চারটি করে প্রদর্শনী হবে রোজ।

জানা যায়, শো শুরু হবে কানাডার সময় দুপুর ১২টা ২০ মিনিট, বিকাল ৩টা ৪৫ মিনিট, সন্ধ্যা ৭টা ও রাত ১০টা ২০ মিনিটে। এগ্লেন্টন টাউন সেন্টারের সিনেপ্লেক্স ওদিওনে ‘অস্তিত্ব’ উপভোগ করতে কানাডায় বসবাসরত বাঙালি দর্শকের মধ্যেও বেশ আগ্রহ তৈরি হয়েছে বলে জানান মামুন।

অনন্য মামুন আরও বলেন, “যেখানেই বাংলাদেশি সেখানেই বাংলা ছবি’ স্লোগানটি সার্থক হতে শুরু করেছে। ‘কানাডায় ‘অস্তিত্ব’ ছবিটি মুক্তির ব্যাপারে সাহায্য করেছেন সজীব সপ্তক। দেশে-বিদেশে এমন চলচ্চিত্রপ্রেমী থাকলে আমরা যারা চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত তাদের পক্ষে খুব সহজেই দেশের ছবিকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়া সম্ভব হবে। ”

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।