ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

প্রথমে কাজটি করার ইচ্ছে ছিলো না: স্পর্শিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মে ২৫, ২০১৬
প্রথমে কাজটি করার ইচ্ছে ছিলো না: স্পর্শিয়া ‘অবিশ্বাস’ ছবির ‍দৃশ্যে স্পর্শিয়া ও শামীম

‘প্রথমে কাজটি করার ইচ্ছে ছিলো না। চিত্রনাট্য পড়ার পর রাজি হয়েছি।

পুরোটাই বাস্তবভিত্তিক গল্প-’ বাংলানিউজের সঙ্গে আলাপে বুধবার (২৫ মে) এমনটাই জানিয়েছেন অভিনেত্রী স্পর্শিয়া। নিজের ছবি ‘অবিশ্বাস’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে কথাগুলো বলেছেন তিনি।

রাশিয়ান  একটি  রুপকথার  মূলভাবনায়  নির্মিত  হয়েছে ‘অবিশ্বাস’। গল্পটিকে এ সময়ের ছাঁচে ফেলে তৈরি করা হয়েছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মোমেন্টস’-এর পর ২৪ মে রাতে থ্রি পিলারস মিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় স্পর্শিয়ার ‘অবিশ্বাস’।

ভিকি জাহেদ পরিচালিত ‘অবিশ্বাস’ একটি ভিন্ন আঙ্গিকের ভালোবাসার গল্প। স্বল্পদৈর্ঘ্যের এ ছবিটিতে অর্চিতা স্পর্শিয়ার পাশাপাশি অভিনয় করেছেন শামীম হাসান সরকার। এর চিত্রগ্রহন করেছেন বিদ্রোহী দীপন ও সম্পাদনায় সাইফ রাসেল।

কাজ প্রসঙ্গে স্পর্শিয়া আরও বলেন, ‘আমরা এই স্বল্পদৈর্ঘ্যটির দৃশ্যধারণ মাত্র একদিনেই শেষ করেছি। মজার ব্যাপার হচ্ছে, শিল্পী ও কলাকুশলী সবাই সমবয়সী। আশা করছি এটি দর্শকপ্রিয়তা পাবে। ’

‘অবিশ্বাস’ করতে গিয়ে সুন্দর অভিজ্ঞতারও সম্মুখীন হয়েছেন স্পর্শিয়া। বললেন, ‘ছবিটির শেষের দৃশ্যে আমার সঙ্গে আমার সহশিল্পী শামীমের ছবির ফ্রেম না দেখিয়ে আমার স্বামী রাফসানের ছবি দেখানো হয়েছে। ভিকি ভাইকে আগে থেকে বলেছিলাম রাফসান আর আমার ছবিটিই যেনো থাকে। আর ঠিক তেমনটিই করা হয়েছে। ’                                                                      

* স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অবিশ্বাস’:

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ২৫, ২০১৬

জেএম/এসও

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।