ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

যেমন হলো নজরুল মেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, মে ২৬, ২০১৬
যেমন হলো নজরুল মেলা

ঢাকা: সম্মাননা স্মারক ও আলোচনার মধ্য দিয়ে ‍‌উদযাপিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘নজরুল মেলা’।

 

এবি ব্যাংক-চ্যানেল আইয়ের উদ্যোগে বুধবার (২৫ মে) বিকেলে এ মেলার আয়োজন করা হয়।

মেলার অনুষ্ঠানে ৮৫ বছর বয়সী সংগীতজ্ঞ ওস্তাদ জুলহাস উদ্দিন আহমেদকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

তার হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন চ্যানেল আইয়ের অন্যতম পরিচালক বার্তা প্রধান শাইখ সিরাজ ও পরিচালনা পর্ষদের সদস্য জহির উদ্দিন মাহমুদ। উত্তরীয় পরিয়ে দেন মুকিত মজুমদার বাবু।

এ সময় উপস্থিত ছিলেন এবি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (হেড অব কনজিউমার ব্যাংকিং) সৈয়দ মিজানুর রহমান।

সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জুলহাস উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমি অভিভূত ও আনন্দিত। নজরুলের ৩০ ধরনের গান আছে। আমাদের দুখু মিয়া অনেক দুঃখ-কষ্টে জীবন কাটিয়ে রেখে গেছেন তার গান, গল্প ও কবিতার সম্ভার। ’

এরআগে তেজগাঁওয়ের চ্যানেল আই ভবন প্রাঙ্গণে অস্থায়ী মেলামঞ্চ থেকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

এ সময় চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন নাট্যজন আতাউর রহমান, কবি কাজী রোজী, চিত্রশিল্পী হাশেম খান, শিশু সাহিত্যিক আলী ইমাম, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, চলচ্চিত্র পরিচালক মতির রহমান প্রমুখ।

বৃষ্টিবিঘ্নিত নজরুল মেলার সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয় চ্যানেল আই ভবনের স্টুডিওতে। সেখান থেকেই সরাসরি সম্প্রচার করা হয় প্রখ্যাত শিল্পীদের কণ্ঠে নজরুলের গান।

শুরুতেই ‘মেঘ মেঘ বরষায়’ গানটি গেয়ে শোনান শাহিন সামাদ। এছাড়া আরও গান করেন শিল্পী খালিদ হোসেন, রাহাত আরা গীতি, রওনক আরা সোমা, শহীদ কবির পলাশ প্রমুখ।

সম্মিলিত কণ্ঠে সংগীত পরিবেশন করেন সুর সপ্তক ও ব্র্যাক দ্বীপ শিখার শিল্পীরা। ‘অঞ্জলি লহ মোর’ গানের সঙ্গে নৃত্য করে শিশু শিল্পীরা।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এসও/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।