ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

মেয়েকে নিয়ে রুপালি পর্দায় রানী!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, মে ২৬, ২০১৬
মেয়েকে নিয়ে রুপালি পর্দায় রানী! রানী মুখার্জি

জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অনেকটা চুপিসারেই বিয়ে করেছিলেন প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়াকে। এরপর গত বছরের ৯ ডিসেম্বর তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আদিরা।

জন্মের পর থেকে মেয়েকে মিডিয়া থেকে দূরে রেখেছেন রানী। কিন্তু শোনা যাচ্ছে, আদিত্য চোপড়ার পরের ছবি ‘বেফিকরে’তে দেখা যাবে আদিরাকে।

টাইমস অব ইন্ডিয়ার দেওয়া একটি প্রতিবেদনে জানা যায়, ‘আদিত্য চোপড়া পরিচালিত রণবীর সিং ও বাণী কাপুর অভিনীত ‘বেফিকরে’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে আদিরাকে। ছবিতে মেয়েকে নিয়ে হাজির হবেন রানী মুখার্জি। শুধু আদিরা নয়, দেখা যাবে আদিত্য চোপড়ার মা পামেলা চোপড়াকেও। ’

এর আগে বলিউড কিং শাহরুখ খানের পুত্র আবরামকে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে দেখা গিয়েছিলো। তখন ওর বয়স ছিলো মাত্র এক বছর। এদিকে সর্বশেষ ২০১৪ সালে ‘মারদানি’ ছবিতে দেখা গিয়েছিলো রানী মুখার্জিকে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মে ২৬, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।