ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

জনি ডেপের নামে স্ত্রীর মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মে ২৬, ২০১৬
জনি ডেপের নামে স্ত্রীর মামলা জনি ডেপ ও অ্যাম্বার হার্ড

বিবাহ বিচ্ছেদের জন্য হলিউড অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী অ্যাম্বার হার্ড। শত্রুভাবাপন্ন হয়েই নাকি এই মামলাটি করেছেন বলে দাবি করছে বিভিন্ন সংবাদমাধ্যম।

২৪ মে লস অ্যাঞ্জেলসের একটি আদালতে ৫২ বছর বয়সী এই তারকার বিরুদ্ধে পিটিশন দাখিল করেছেন অ্যাম্বার। শোনা যাচ্ছে, জনির মা বেটি সু পালমের( ৮১) মৃত্যুর এক সপ্তাহ পর থেকেই নাকি তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি একটি ম্যাগাজিনে বলা হয়েছে, হার্ডের দাখিল করা মামলার পিটিশনে বিচ্ছেদের কারণ হিসেবে লেখা রয়েছে ‘শত্রুভাবাপন্ন সম্পর্ক’। তবে হার্ডের এই মামলার বিপক্ষে এখনও কোনো মন্তব্য করেননি ‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান’খ্যাত তারকা জনি।
 
২০১১ সালে ‘দ্য রাম ডায়েরি’ ছবির শুটিংয়ের সেটে দেখা হয়েছিলো জনি-অ্যাম্বার দম্পতির। তারপর থেকেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে পরিবারের উপস্থিতিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা।

অন্যদিকে, এক বছর আগে অষ্ট্রেলিয়ায় দুই পোষা কুকুর নিয়ে বিপাকে পড়তে হয় এই দম্পতিকে। এমনকি তাদের বিরুদ্ধে মামলাও করেছিলেন অষ্ট্রেলিয়া সরকার। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিস্তার পেয়েছেন জনি-অ্যাম্বার।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মে ২৬, ২০১৬
জেএম/বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।