ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

স্ট্যান্টম্যানদের জন্য বীমা করতে চান অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মে ২৬, ২০১৬
স্ট্যান্টম্যানদের জন্য বীমা করতে চান অক্ষয় অক্ষয় কুমার

পূর্বের নিয়ম ভেঙে স্ট্যান্টম্যানদের বিশেষ পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছিলেন বলিউডের অ্যাকশন তারকা অক্ষয় কুমার। এবার সেই স্ট্যান্টম্যানদের সুরক্ষার জন্য বীমা করতে চান জনপ্রিয় এই অভিনেতা।

এ বিষয়ে তার ভাষ্য, ‘হিন্দি ফিল্ম ইন্ডাষ্ট্রিতে স্ট্যান্টম্যানদের জন্য বীমা করার কোনো ব্যবস্থা নেই। কিন্তু এই ব্যাপারটি নিয়ে আমাদের সবার ভাবা উচিত। ’

 
৪৮ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, ‘এখন অবশ্য অভিনেতা, কলাকুশলী ও স্ট্যান্টম্যানদের  জন্য  সেটে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক রাখা হয়। তবে অবাক করার মতো বিষয় হলো, তাদের (স্ট্যান্টম্যানদের) জন্য বলিউডে কেনো বীমার ব্যবস্থা নেই। এজন্য আমরা সবাই চেষ্টা করবো যেনো তাদের জন্য বীমার ব্যবস্থা করা যায়। ’

‘হাউসফুল থ্রি’ ছবির প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন অক্ষয়। ‘হাউসফুল’-এর তৃতীয় সংস্করণ এটি। অক্ষয় কুমারের পাশাপাশি এতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি ও লিসা হাইডনসহ আরও অনেকে। এ বছরের জুনে মুক্তি পেতে পারে এটি।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মে ২৬, ২০১৬
জেএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।