ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

রক্তচোষা মৌসুমী হামিদ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মে ২৭, ২০১৬
রক্তচোষা মৌসুমী হামিদ! মৌসুমী হামিদ

ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদকে এবার ভিন্নরকম চরিত্রে পর্দায় দেখবেন দর্শক। ব্যতিক্রমী নানা চরিত্রে অভিনয় করে এরই মধ্যে নজর কেড়েছেন তিনি।

এবারের ঈদে রওনক হাসান পরিচালিত বিশেষ নাটক ‘লাইলী মজনু ২০১৬’-তে রক্তচোষা (ভ্যাম্পায়ার) চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। শ্রীমঙ্গলে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

‘লাইলী মজনু ২০১৬’ নাটকে নিজের ভিন্ন চরিত্রটি সম্পর্কে মৌসুমী বাংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম টাবু। আমি একজন ভ্যাম্পায়ার। এমন চরিত্রে এই প্রথম অভিনয় করেছি। আমার সঙ্গে একই চরিত্রে রয়েছেন রওনক ভাইয়া। কাজটি করে খুব ভালো লেগেছে। কারণ এই চরিত্রটি একটু আলাদা। আশা করছি, সবাই পছন্দ করবেন নাটকটি। ’

নাটকটির কাহিনি মূলত লাইলী-মজনু অর্থ‍াৎ এক দম্পতিকে ঘিরে। লাইলী ও মজনু চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান ও ইন্তেখাব দিনার। তারা হানিমুন করতে শ্রীমঙ্গলের একটি রিসোর্টে বেড়াতে আসেন। কিন্তু সেখানে ওঠার পরপরই তারা কিছু ভৌতিক ঘটনার সম্মুখীন হন। এর মধ্যে ঘটতে থাকে নানা ঘটনা। রোমাঞ্চকর ব্যাপার থাকলেও নাম দেখেও বোঝা যাচ্ছে, এতে আছে রোমান্সও।   

নাটকটিতে আরও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। মজার ব্যাপার হচ্ছে এটি তারই প্রযোজনায় তৈরি হচ্ছে।  ঈদে বাংলাভিশনে প্রচার হবে ‘লাইলী-মজনু ২০১৬’।

অন্যদিকে, মৌসুমী হামিদ ব্যস্ত আছেন পরিচালক সালাউদ্দিন লাভলুর ঈদের ৬ পর্বের নাটক ‘লাভ মানে ভালোবাসা’র কাজ নিয়ে। এতে তার সহশিল্পী চঞ্চল চৌধুরী। এখানে মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। এই নাটকের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বৃন্দাবন দাস।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ২৭, ২০১৬
জেএম/বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।