ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অরিজিতকে দেখা দিচ্ছেন না সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, মে ২৭, ২০১৬
অরিজিতকে দেখা দিচ্ছেন না সালমান সালমান খান ও অরিজিৎ সিং

দু’দিন আগে বলিউড সুপারস্টার সালমান খানের কাছে ক্ষমা চেয়ে খোলা চিঠি লিখেছিলেন জনপ্রিয় গায়ক অরিজিত সিং। সালমানের পরের ছবি ‘সুলতান’ থেকে তার গাওয়া গানটি ফেলে না দেওয়ার অনুরোধ করেছেন এই গায়ক।

এর প্রেক্ষিতে নায়কের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অরিজিত।  আর খোলাচিঠির বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি সালমান।

তবে সুখবর হলো, ‘সুলতান’ থেকে অরিজিতের গাওয়া গানটি বাদ দিচ্ছেন না সালমান। ছবি থেকে গানটি বাদ না দিলেও জনপ্রিয় এই সংগীতশিল্পীর শত অনুরোধ সত্ত্বেও তার সঙ্গে দেখা করতে বা কথা বলতে রাজি নন ৫০ বছর বয়সী এই অভিনেতা।
 
জানা গেছে, কোনো একটি অনুষ্ঠানে অরিজিতের ব্যবহারে অপমানিত বোধ করেন সালমান। এরপর থেকেই না-কি অালোচিত এই গায়কের সঙ্গে যোগাযোগ বন্ধ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মে ২৭, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।