ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

তাহসান রক তারকা, মিম ফটোগ্রাফার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, মে ২৭, ২০১৬
তাহসান রক তারকা, মিম ফটোগ্রাফার তাহসান ও মিম

রক তারকা তাহসান। ফটোসেশনের জন্য বেরিয়েছেন সুন্দর একটি স্থানে।

ফটোগ্রাফার মিম। তারপর কী হলো? বাকি গল্প দেখা যাবে টেলিভিশনের পর্দায়।

তাহসান ও মিম- এই দুই তারকাকে নিয়ে তৈরি হচ্ছে নতুন একটি টিভিসি। গ্রামীণফোনের বিজ্ঞাপনটির নির্মাতা আদনান আল রাজীব। ২৪ মে থেকে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। কাজ চলছে ঢাকা, বান্দরবান ও চট্টগ্রামে।

জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল মিম এখন আছেন বন্দরনগরীতে। শুক্রবার দুপরে (২৭ মে) বাংলানিউজের সঙ্গে আলাপে তিনি জানান, এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন মিম ও তাহসান।

অন্যদিকে নাটকে এই দু’জনকে পাওয়া গেছে মাত্র দু’বার। নাটক ও সংলাপ নির্ভর এই বিজ্ঞাপনটি নিয়ে আশাবাদী এই লাক্সতারকা।  মিম এর আগেও গ্রামীণফোনের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। মিমের দ্বৈত চরিত্রের বিজ্ঞাপনটি তখন বেশ জনপ্রিয়তা পেয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মে ২৭, ২০১৬

এসও

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।