ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

হংকংয়ে গান শোনাবেন তারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মে ২৭, ২০১৬
হংকংয়ে গান শোনাবেন তারা (বাঁ থেকে) আতিক হাসান, নিশীতা বড়ুয়া ও সাব্বির জামান

দুই প্রজন্মের জনপ্রিয় তিন সংগীতশিল্পী এখন হংকংয়ের পথে। সেখানে গান শোনাবেন তারা।

শিল্পীরা হলেন আতিক হাসান, নিশীতা বড়ুয়া ও সাব্বির জামান।

বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব হংকং বাংলাদেশের ৪৫তম স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পীরা।

সংগীতশিল্পী সাব্বির বাংলানিউজকে জানান, শনিবার (২৮ মে) হংকংয়ের সেন্ট এন্ড্রুস চার্চ লাইফ মিলনায়তনে হংকং সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে অনুষ্ঠান। আয়োজনে যোগ দিতে শিল্পীরা শুক্রবার (২৭ মে) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানে হংকং এর উদ্দেশ্য রওনা দেন। তিনদিন পর তাদের ফেরার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ২৭, ২০১৬  
টিএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।