ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঋষি কাপুরের নামে পাবলিক টয়লেট!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মে ২৭, ২০১৬
ঋষি কাপুরের নামে পাবলিক টয়লেট! ঋষি কাপুর

ক’দিন আগে টুইটারে গান্ধী পরিবারকে নিয়ে নানা রকম মন্তব্য করেছিলেন অভিনেতা ঋষি কাপুর। এ কারণে ক্ষিপ্ত হয়েছেন কংগ্রেস কর্মীরা ।

আর তাই বিশিষ্ট এ অভিনেতার নামে পাবলিক টয়লেট নির্মাণ করেছেন তারা। ভারতের এলাহাবাদে ঘটেছে এমন ঘটনা।  


এলাহাবাদের শিবাজি পার্ক অঞ্চলে মঙ্গলবার (২৪ মে) একটি টয়লেটের বাহিরে ঋষি কাপুরের একটা বড় পোস্টার আটকে দেন কয়েকজন কংগ্রেস কর্মী। এরপর ওই পাবলিক টয়লেটের নামকরণ করা হয় ৬৩ বছর বয়সী এই অভিনেতার নামে। শুধু তাই নয়, কংগ্রেস কর্মীরা এলাহাবাদের বাসিন্দাদের বেশি করে ওই টয়লেট ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।
 
তবে এ ঘটনার পর নিজেকে গর্বিত মনে করছেন ঋষি। এ বিয়ষে তার ভাষ্য, ‘আমি আনন্দিত‚ অন্তত আমি কারো কাজে এসেছি। এই ব্যক্তিরা (কংগ্রেস কর্মীরা) তো কোনোদিন কারো কোনো কাজে লাগবে না। একটা টয়লেট আমার নামে রাখা হলো বলে আমি গর্বিত। কারণ এটা আমাদের প্রধানমন্ত্রীর পছন্দের প্রজেক্ট। ’
 
প্রসঙ্গত, গত সপ্তাহে ঋষি কাপুর বেশ কিছু টুইট করে প্রশ্ন তোলেন‚ কেন রাস্তা‚ বহুতল বা সবকিছুর নামকরণ হবে গান্ধী পরিবারের সদস্যদের নামে? তিনি আরও প্রশ্ন তোলেন, কেন কোনো জিনিসের নামকরণের সময় আগে উঠে আসে ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধীর নাম? কেন ফিল্মি দুনিয়া বা অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ভাবা হয় না?

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মে ২৭, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।