ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

জলিতে ‘মন হারালো’ শুভর (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মে ২৭, ২০১৬
জলিতে ‘মন হারালো’ শুভর (ভিডিও) ‘মন হারালো’ গানের ‍দৃশ্যে আরিফিন শুভ ও জলি

আরিফিন শুভর সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন জলি। ছবির নাম ‘নিয়তি’।

শুভ গানে গানে মন হারানোর গল্প বলছেন জলিকে- এমন একটি গানের ভিডিও প্রকাশ হয়েছে ইউটিউবে।  

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত  জাকির হোসেন রাজুর ছবিটির এই গানের শিরোনাম ‘মন হারালো’। বৃহস্পতিবার ( ২৬ মে)  ইউটিউবে প্রকাশ করা হয়েছে  এটি। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটি গেয়েছেন ন্যানসি ও শান।  
 
একই ছবির আরেকটি গান প্রকাশ হয়েছে ক’দিন আগে। সেটি ছিলো স্যাড রোমান্টিক। ‘মন হারালো’তে  শুধুই রোমান্স। যৌথ প্রযোজনার ছবিটি কলকাতায় মুক্তি পাচ্ছে আগামী ১০ জুন।

* ‘মন হারালো’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ২৭, ২০১৬
টিএস /এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।