ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

আজীবন সম্মাননা গ্রহণ করলেন শাহনাজ রহমতুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, মে ২৮, ২০১৬
আজীবন সম্মাননা গ্রহণ করলেন শাহনাজ রহমতুল্লাহ

গুণী ও বরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমতু্ল্লাহকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে।   ‘সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-১৬’-এর এবারের আসরে তিনি এই সম্মাননায় ভূষিত হয়েছে।

শুক্রবার (২৭ মে) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়ে গেলো এ অনুষ্ঠান।

চ্যানেল আইয়ের আয়োজনে এবারের আসরটি ১১তম। এ অনুষ্ঠান ঘিরে বসেছিলো শিল্পীদের মিলনমেলা। অায়োজনে সংগীতে ক্রিটিক ও পপুলার চয়েসে মোট ১৭টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ক্রেস্ট ও এক লাখ টাকার চেক। পরিয়ে দেওয়া হয় উত্তরীয়। এ সময় শিল্পীর হাতে সম্মাননা তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ, চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্য জহিরউদ্দিন মাহমুদ মামুন, নায়ক রাজ রাজ্জাক ও সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান ও অনুষ্ঠান উপস্থাপক ফারজানা ব্রাউনিয়া।
 
সম্মাননা গ্রহণ করে শাহনাজ রহমতউল্লাহ বলেন, ‘এটি আমার শ্রোতাদের ভালোবাসারই অংশ। চ্যানেল আইকে ধন্যবাদ। ’

এ আসরে পপুলার চয়েস পুরস্কার পেয়েছেন আধুনিক গানে ফাহমিদা নবী, সেরা ব্যান্ড অবসকিউর, নবাগত শিল্পী বিভাগে (যৌথভাবে) জিনিয়া জাফরিন লুইপা ও ঐশী, ছায়াছবির গানে সামিনা চৌধুরী।
 
ক্রিটিক শাখায় উচ্চাঙ্গসংগীতে (কণ্ঠ) প্রিয়াঙ্কা গোপ, রবীন্দ্রসংগীতে অদিতি মহসিন, নজরুলসংগীতে ইয়াসমিন মুশতারী, লোকসংগীতে মমতাজ, আধুনিক গানে কনকচাঁপা। এ ছাড়া অারও কয়েকটি শাখায় পুরস্কার দেওয়া হয়।

‘সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-১৬’ অনুষ্ঠানের শুরুতে হারানো শিল্পীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এসও

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।