ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন মিকা সিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মে ২৮, ২০১৬
বিয়ের প্রস্তুতি নিচ্ছেন মিকা সিং মিকা সিং

বিয়ে করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মিকা সিং। তবে কাকে বিয়ে করছেন সে বিষয়ে এখনও কিছু জানাননি তিনি।

নিয়মিত গান করার পাশাপাশি গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সা রে গা মা পা’-এ বিচারকের দায়িত্বও পালন করছেন মিকা।  ওই অনুষ্ঠানের মাধ্যমে ভক্ত ও অনুসারীদের নিজের বিয়ে সম্পর্কে জানিয়েছেন জনপ্রিয় এই শিল্পী।

বিয়ে সম্পর্কে ৩৮ বছর বয়সী গায়ক মিকা বলেন, “হ্যা, এটি সত্যি আজ ‘সা রে গা মা পা’-এর মঞ্চটি একেবারে বিয়ের উপযোগী করে সাজানো হয়েছে। আমার মনে হয়, এই সময়টি আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। অপেক্ষার পালা শেষ, আমি সিদ্ধান্ত নিয়েছি ২০১৭ সালে বিয়ে করবো। এখন শুধু অপেক্ষা সঠিক জীবনসঙ্গী খুঁজে বের করার। ”

এখানেই শেষ নয়, মিকা নন, ‘সা রে গা মা পা’-এর অন্য তিন বিচ‍ারক সাজিদ, ওয়াজিদ ও প্রীতমও নিজেদের বিয়ের কথা সবার সঙ্গে ভাগাভাগি করেন।

কয়েক বছর আগে অভিনেত্রী রাখি সাওয়ান্তকে চুমু দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন মিকা সিং। এরপর বলিউড অভিনেত্রী উর্বশী রাইতেলার সঙ্গেও তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিলো। বিশ্ব ভালোবাসা দিবসে নিজের ফেসবুক পাতায় উবর্শীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন এই গায়ক। এর ক্যাপশনে মিকা লিখেছিলেন, “সানাম রে’ ছবির সাফল্যের পর আমি মিস ইউনিভার্স ও আমার সুইটহার্ট উর্বশীর সঙ্গে ভ্যালেন্টাইন’স ডে’র দিন কথা বলছি। ”

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, মে ২৮, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।