ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সালমান-সঞ্জয়ের মাঝে কোন নারী?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মে ২৮, ২০১৬
সালমান-সঞ্জয়ের মাঝে কোন নারী? সঞ্জয় দত্ত ও সালমান খান

সালমান খান ও সঞ্জয় দত্তের বন্ধুত্বের কথা নতুন করে বলার কিছু নেই। এই সম্পর্ক এক পর্যায়ে ভ্রাতৃত্বে রূপ নেয়।

হঠাৎ সেই ভ্রাতৃত্ব বা বন্ধুত্ব রূপ নিলো শত্রুতায়! তাদের দ্বন্দ্ব চলছে- এমন গুঞ্জনের  ভিত্তি পাওয়া গেলো এতো দিনে। এর কারণ নাকি এক নারী!

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার দেওয়া একটি প্রতিবেদনে জানা যায়, সালমান-সঞ্জয়ের ভ্রাতৃত্বে ফাটল তৈরি করেছে রেশমা শেঠি নামের এক নারী। রেশমা হলেন সঞ্জুবাবার প্রাক্তন ম্যানেজার।

 
ভাগ্য খারাপ হওয়ার কারণে জেল খাটতে হয়েছে সঞ্জয়কে। আর সে সময় নিজের ছবি সংক্রান্ত বিষয়ে নজর রাখতে পারতেন না তিনি। এ কারণে সালমান তাকে একজন ম্যানেজার রাখার কথা বলেন। জানা গেছে, নিজের পরিচিত রেশমাকে ম্যানেজার হিসেবে রাখার জন্য সালমান পরামর্শ দিয়েছিলেন সঞ্জয়কে।
 
এরপর বন্ধুর কথামতো রেশমাকে নিজের ম্যানেজার হিসেবে নিয়োগ দেন ‘খলনায়ক’খ্যাত এই তারকা। তবে সঞ্জু জেল থেকে ফিরে এসে দেখেন, রেশমা তার পেশায় খুব খারাপভাবে নাক গলিয়েছেন। তার অভিনয়ের পারিশ্রমিকও নাকি অজান্তেই অনেকটা বাড়িয়ে দিয়েছিলেন। এ কারণে, ক্যারিয়ারের ক্ষতি হয়েছে সঞ্জয়ের। বেজায় চটেছেনও তিনি। সালমান তাকে কেন এই নারীর পাল্লায় ফেলেছেন তাও না-কি জানতে চেয়েছেন ৫৬ বছর বয়সী এই অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ২৮, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।