ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

নাটকের পর বিজ্ঞাপনে পূর্ণিমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মে ২৮, ২০১৬
নাটকের পর বিজ্ঞাপনে পূর্ণিমা পূর্ণিমা, ছবি: বিনোদ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিরতির পর ভালোভাবেই অভিনয়ে ফিরেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ঈদের নাটকের কাজ শেষ করতে না করতেই খবর এলো বিজ্ঞাপনের।

নতুন একটি টিভিসিতে মডেল হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী।  

একবছর আগে সর্বশেষ মডেল হয়েছিলেন পূর্ণিমা। আগামী ২৯ মে থেকে রাজধানীর আজিমপুরে নতুন বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নেবেন আলোচিত এই নায়িকা। এটি তৈরি করছেন শরাফ আহমেদ। একটি বোতলজাত গ্যাস প্রস্তুতকারক কোম্পানির বিজ্ঞাপন করছেন পূর্ণিমা।

বিজ্ঞাপনচিত্রে কাজ করা প্রসঙ্গে পূর্ণিমা বাংলানিউজকে বলেন, ‘ভিন্ন ধরনের বিজ্ঞাপন হবে বলে আশা করছি। গত বছর ক্রোকারিজের বিজ্ঞাপনে কাজ করেছিলাম। সেটার প্রচার এখনও শুরু হয়নি। ’

পূর্ণিমা এখন ‘ফিরে যাওয়া হলো না’ নামের টেলিছবির শুটিং করছেন। এতে তিনি সংগীতশিল্পী হৃদয় খানের নায়িকা হয়েছেন। ঈদে বাংলাভিশনে পর্দায় প্রচার হবে এটি। একই সময়ে টিভিসির মাধ্যমে দেখা দেবেন মডেল পূর্ণিমা।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মে ২৮, ২০১৬

জেএম/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।