ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

উৎসর্গ ফিরোজা বেগম...

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মে ২৮, ২০১৬
 উৎসর্গ ফিরোজা বেগম...

কিংবদন্তী নজরুল সংগীতশিল্পী প্রয়াত ফিরোজা বেগম। তার ভাইঝি সুস্মিতা আনিস পরিচিতি পেয়েছেন সংগীতশিল্পী হিসেবে।

কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সুস্মিতা আনিস প্রকাশ করেছেন ‘এসো হে সজল শ্যাম ঘন দেয়া’ নামক নজরুল সংগীতের মিউজিক ভিডিও অ্যালবাম। আর এটি উৎসর্গ করা হয়েছে ফিরোজা বেগমকে।

ফিরোজা বেগমের জীবদ্দশায় তার কাছে গানের তালিম নিয়েছেন সুস্মিতা আনিস।   ১৯৭৬ সালে ‘নতুন কুঁড়ি’তে শিশুশিল্পী হিসেবে নজরুল সংগীতে প্রথম বিভাগে পুরস্কার পান। পরে নজরুল সংগীতের পাশাপাশি আধুনিক গানেও সমান পারদর্শী হয়ে ওঠেন সুস্মিতা।

মিউজিক ভিডিওর অ্যালবামটি বাংলাদেশ ও কলকাতায় প্রকাশিত হবে জুনের প্রথম সপ্তাহে। অ্যালবামটি পাওয়া যাবে বাংলাদেশের সব মিউজিক স্টোর ও স্বপ্ন সুপারশপের সবগুলো আউটলেটে। অ্যালবামটি প্রকাশ করেছে নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানি।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মে ২৮, ২০১৬

টিএস/এসও  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।