ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অন্তর্জালে ফরীদি বন্দনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মে ২৯, ২০১৬
অন্তর্জালে ফরীদি বন্দনা হুমায়ুন ফরীদি

টেলিভিশনের পর্দা বা পত্রিকার পাতা নয়, অন্তর্জাল দুনিয়ায় হুমায়ুন ফরীদিকে নিয়ে চলছে স্মৃতিচারণ। জন্মদিন উপলক্ষে (২৯ মে) শ্রদ্ধা-ভালোবাসা জানাচ্ছেন তারই সহকর্মী, শোবিজ তারকা ও ভক্তরা।

 

হুমায়ুন ফরীদির জন্মদিন উপলক্ষে সংগীতশিল্পী আসিফ আকবর ফেসবুকে লিখেছেন, ‘পৃথিবীতে মানুষ কতো প্রকারের হতে পারে ! এটা একটা মিলিয়ন ডলারের প্রশ্ন । হুমায়ুন ফরীদিকে (প্রিয় ফরী ভাই ) টিভিতে দেখেই বড় হয়েছি। উনার অভিনয় ক্ষমতা নিয়ে আমি অর্বাচীনের মতামত দিতে চাইনা। তিনি সমস্ত তুলনার বাইরে, ছিলেন একজন অন্তঃপ্রান মজার মানুষ। সিরিয়াস ব্যাপার নিয়ে মজা করতেন, মজার ব্যাপার নিয়ে সিরিয়াস হয়ে যেতেন। এধরনের আচরনের যোগফলই ছিলেন ফরীদি ভাই।  তিনি অসম্ভব ক্রিকেটপ্রেমী ছিলেন। আমরা একসাথে অনেক খেলা দেখেছি। ওই সময় বক্সে আমার দশটা টিকেট বুকিং দেয়া থাকতো। ওই টিকেট আমি হাতে পাওয়ার আগেই তিনি তিনটা টিকেট রেখে দিতেন। তারপর আমাকে ফোন দিয়ে বলতেন- শোনো আসিফ, ওই টিকেট সব ঠিক আছে, কাল মাঠে চলে এসো। কথাটা এমন ভাবে বলতেন, আমি বুঝতেই পারতাম না আমার টিকেট উনার হাতে। '

আসিফ আরও লিখেছেন, ‘শারজাহতে একবার প্রমোটরের ওপর প্রচন্ড রেগে গিয়েছি। সিনিয়র জুনিয়র সবাই আমাকে বোঝানোর চেষ্টা করছেন। ফরিদী ভাই এসে সাইডে ডেকে নিয়ে বললেন, ছোট ভাই আমার কাছে এক হাজার ডলার আছে নগদ, তুমি গিয়া শপিং কর, একটু পরে কিন্তু এই ডলার থাকবেনা, নাও। আমি ডলার নেইনি কিন্তু উনার কৌশলটাই ধরতে পারলাম না, ঠান্ডা হয়ে গেলাম।

অসংখ্য টুকরো স্মৃতি আছে ফরীদি ভাইয়ের সাথে । মাঠে স্কোর বোর্ড থাকা সত্ত্বেও তিনি স্কোরিং করতেন বক্সে বসে বসে । অদ্ভূত এক মানুষ ছিলেন তিনি। শুভ জন্মদিন ফরিদী ভাই । ’

নির্মাতা মাহমুদ দিদার লিখেছেন, ‘মহীয়ান নক্ষত্রের আয়ু পৃথিবীর সমান। ’

অভিনেতা রওনক হাসান লিখেছেন, ‘ শুভ জন্মদিন ভাই। ’

নির্মাতা মোস্তফা কামাল রাজ লিখেছেন, ‘ শুভ জন্মদিন ফরিদি ভাই, যেখানেই থাতবেন ভালো থাকবেন’।

অভিনেত্রী প্রসূণ আজাদ লিখেছেন, ‘শুভ জন্মদিন স্যার’। প্রসূণ স্ট্যাটাসের সঙ্গে হুমায়ুন ফরীদি একটি ডকুমেন্টরি শেয়ার করেছেন।

অভিনেতা হিল্লোল লিখেছেন- ‘শুভ জন্মদিন ফরিদী ভাই, একসাথে কাটানো অনেক স্মরণীয় দিন আছে আমাদের, আমি কখনও সে দিনগুলোকে ভুলতে পারবো না। ’

নাট্যকার মাসুম রেজা লিখেছেন, ‘ফরিদী ভাই, আজ আপনার জন্মদিনের শুভেচ্ছায় ভরে গেছে ফেসবুক পত্রিকার পাতা। আমি সবগুলো গুছিয়ে জমা করে রাখছি। একদিন না একদিনতো দেখা হবে। তখন বুঝিয়ে দেবো জমা করা সব স্তবক আপনার উদ্দেশ্যে যা রচিত হয়েছে। আপনি তখন নিশ্চয় বুঝবেন নিজের ওপরে অভিমান করে চলে যাওয়াটা ভুল ছিলো আপনার...’

নির্মাতা সাইফ চন্দন লিখেছেন, ‘ফরিদী ভাই (হুমায়ুন ফরিদী) বলতেন- মিডিয়া হচ্ছে স্বচ্ছ, টাইলস করা মসৃণ, চকচকে। আর যত মসৃণ- তত পিচ্ছিল। অতএব, এখান দিয়ে দৌড়ে গেলে পিছলে পড়ার সম্ভাবনা আছে। আর একবার পড়ে গেলে কেউ তুলবেনা। সো ধীরে চলো। কোয়ালিটি থাকলে- একদিন ফল আসবেই। এখনো কানে বাজে সেই শব্দ।


আজ থেকে প্রায় ১০ বছর আগে লাভলু ভাইয়ার পরিচালনায় 'ভবের হাট' ধারাবাহিকের শুটিং এ ফরিদী ভাইয়ার সাথে আমার প্রথম দেখা-পরিচয়। খুব ভালো মনের একজন মানুষ ছিলেন।
আজ ২৯ মে, ফরীদি ভাইয়ার জন্মদিন। তার আত্নার শান্তি কামনা করছি। ’ 

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মে ২৯, ২০১৬
জেএম/এসও
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।