ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

হিন্দি-বাংলা সুরের মেলবন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, মে ৩০, ২০১৬
হিন্দি-বাংলা সুরের মেলবন্ধন আতিফ আসলাম, ছবি: বিনোদ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিল্পীরা ভিনদেশি। বলিউডের ছবিতে আছে তাদের গাওয়া অনেক হিট নাম্বার।

সেই শিল্পীরা ঢাকায় এসে শোনালেন বাংলা ভাষার গান। একাকার করে দিলেন বাংলা ও হিন্দি গানের সুর। ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’ কনসার্টের শানে-নূযুল এরকমই।

রোববার (২৯ মে) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে আতিফ আসলাম, আকৃতি কাক্কার, মমতা শর্মা ও সাব্বির খান শোনালেন জনপ্রিয় সব হিন্দি ও বাংলা গান।

‘সুনো না সাঙ্গে মারমার’ গানটি নিয়ে মঞ্চে হাজির হয়েছিলেন সাব্বির খান। প্রচারে না থাকলেও শুরুতেই সাব্বির খান নামে নবাগত গায়কের পরিবেশনাও উপভোগ করেছেন দর্শক।  

‘আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। সবাই কেমন আছেন? গান কেমন লাগছে ?’ পরিবেশনার ফাঁকে এভাবেই শুদ্ধ উচ্চারণে বাংলা কথা বলেছেন শিল্পীরা। ‘মুন্নী বদনাম’খ্যাত মমতা শর্মা সুরের সঙ্গে মোহনীয় নাচেও মুগ্ধ করেছেন দর্শকদের। তবে তার কণ্ঠে ‘অন্তর জ্বলে রে জ্বলে’ বাংলা গানটি যেন নতুন মাত্রা পেয়েছে। এরপর তার জনপ্রিয় গান ‘আনারকলি’, ‘টিংকু জিয়া’, ‘ফেভিকল’, ‘ম্যায় তেনু সামঝাওয়া কি’ দিয়ে মাতিয়ে তুলেছেন পুরো হল।

মমতা ও সাব্বিরের পর মঞ্চ মাতাতে এলেন আকৃতি কাক্কার। ‘মারজানি মারজানি’, ‘পাগলু’, ‘লাগ জা গালে’, ‘বারে আচ্ছে লাগতে হ্যায়’ গান শুনিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।

তবে অনুষ্ঠানের মধ্যমণি আতিফকে পেতে অপেক্ষা করতে হয়েছে রাত ১১টা পর্যন্ত। এরপর পুরো অন্ধকার হলে এক টুকরো আলোতে আতিফকে মঞ্চে দেখে দর্শকদের আনন্দের বাঁধ জেনো ভেঙেই যাচ্ছিলো। মঞ্চে এসে‍ই পাকিস্তানের এই গায়ক সব‍াইকে তাক লাগিয়ে দিয়ে গেয়ে উঠলেন ‘আ রাহা হু মে’। গানটি শেষে করেই ভক্তদের উদ্দেশ্যে বলে উঠলেন ‘আপনাদের টানেই আজ আমি বাংলাদেশে আসতে পেরেছি। সবাইকে আমার ভালোবাসা দিলাম...’। এরপর একে একে শোনালেন তার জনপ্রিয় সব গান। আতিফের পরিবেশনার সঙ্গে ঢাকার শ্রোতাদের যোগাযোগ বেশ পুরনো। মঞ্চের সামনে তাই উন্মাদনাও ছিলো চোখে পড়ার মতো।

‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা-২০১৬ অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলো এটিএন এন্টারটেইনমেন্ট লিমিডেট। উপস্থাপনা করেছেন দেবাশিষ বিশ্বাস ও আমব্রিন।

বাংলাদেশ সময়: ০৩৪১ ঘণ্টা, মে ৩০, ২০১৬
টিএস/জেএম/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।