ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বই কিনতে লন্ডনে কারিনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, মে ৩০, ২০১৬
বই কিনতে লন্ডনে কারিনা

বই পড়ার প্রতি কখনও আগ্রহী ছিলেন না কারিনা কাপুর খান। শোনা যাচ্ছে, বলিউডের এই অভিনেত্রী এখন বইয়ের প্রতি এতোটাই পাগল হয়েছেন যা কেনার জন্য সুদূর লন্ডন পর্যন্ত চনে যান।

তবে মজার বিষয় হলো, বলিউডের এই অভিনেত্রীকে বই পড়ার প্রতি উৎসাহিত করেছেন তার স্বামী সাইফ আলি খান। কারণ সাইফ বই প্রেমিক মানুষ, সে সবসময় নতুন বইয়ের স্বাদ পেতে উদগ্রীব হয়ে থাকেন।

সম্পতি একটি সাক্ষাৎকারে বেবো (কারিনার ডাকনাম) বলেন, ‘সাইফ আমাকে বই পড়ার জন্য অনেক উৎসাহিত করেছেন। আমিও এখন একটু একটু করে বই পড়তে অভ্যস্ত হচ্ছি। সুযোগ পেলেই এখন বই পড়তে শুরু করি। ’

এ বিষয়ে কারিনার এক ঘরিষ্ঠসূত্র বলেন, কিছুদিন আগে লন্ডনে গিয়ে অনেকগুলো বই কিনে এনেছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। এছাড়াও তিনি বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে সাইকোলোজিক্যাল থ্রিলার বইগুলোর পুরাণো কপি সংগ্রহও করছেন। কারণ, বই পড়ার প্রতি এতোটাই আগ্রহী হয়েছেন যে তিনি এখন ১৭০০ এবং ১৮০০ সালের বইগুলোও পড়তে চান।
 
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, মে ৩০, ২০১৬
জেএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।