ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘দাদাগিরি’তে জয়া আহসান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মে ৩০, ২০১৬
‘দাদাগিরি’তে জয়া আহসান

কদিন পরই তাকে কিছু কঠিন প্রশ্নের মুখে পড়তে হবে। প্রশ্নগুলো তাকে করবেন সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।

যেনতেনভাবে নয়, ভরা মজলিসে সেসব প্রশ্নের উত্তর দিতে হবে জয়া আহসানকে। দুই বাংলার জনপ্রিয় এই তারকা এবার অংশ নিচ্ছেন গেম শো ‘দাদাগিরি’তে।

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’তে জয়ার পাশাপাশি অংশ নেবেন আরও কয়েকজন প্রতিযোগী ও তারকা। এরই মধ্যে এর দৃশ্যধারণে অংশ নিয়েছেন জাতীয় চলচ্চিত্রজয়ী অভিনেত্রী জয়া। মজার ব্যাপার হচ্ছে, এই পর্বের দৃশ্যধারণ করা হয়েছে প্লেনে। মানে, ভারতের পার্পল মুভি টাউনে প্লেনের সেট ফেলে শুটিং হয়েছে।

সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় ‘দাদাগিরি’ অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী জয়া আহসানের পাশাপাশি আরও কয়েকজন প্রতিযোগী থাকবেন খেলায়। জয়া জানান, বুদ্ধির খেলায় অংশ নিতে ভালোই লাগে। তবে সঠিক জবাব দেওয়াতেই সবচেয়ে আনন্দ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।