ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

নূরজাহান বেগমকে নিয়ে ‘ইতিহাসের কিংবদন্তী নারী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জুন ১, ২০১৬
নূরজাহান বেগমকে নিয়ে ‘ইতিহাসের কিংবদন্তী নারী’ নূরজাহান বেগম

সদ্য প্রয়াত ‘বেগম’ সম্পাদক কিংবদন্তি নূরজাহান বেগমের জীবনের নানামাত্রিক বিষয় নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র ‘ইতিহাসের কিংবদন্তী নারী’। থাকছে তার সম্পর্কিত জানা-অজানা অধ্যায় ও পারিবারিক জীবনযাপনের কথা।

এটি নির্মাণ করেছেন তার নাতনি প্রিয়তা ইফতেখার।  

নূরজাহান বেগমের ৯১তম জন্মবার্ষিকী আগামী ৪ জুন। ওইদিন সকাল ১১টায় রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে তথ্যচিত্রটি। এর আগে নূরজাহান বেগমকে নিয়ে সারা যাকেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত স্মৃতিচারণ অনুষ্ঠান। আলোচনায় অংশগ্রহণ করবেন দেশবরেণ্য লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

রুপিত্রা প্রডাকশনের ব্যানারে নির্মিত ‘ইতিহাসের কিংবদন্তী নূরজাহান বেগম’-এর গ্রন্থনা ও নির্বাহী প্রযোজনা করেছেন রাজু আলীম। তিনি জানান, তথ্যচিত্রটি ৪ জুন বিকেল সাড়ে পাঁচটায় চ্যানেল আইতে প্রচার হবে।

তথ্যচিত্র নির্মাণের ব্যাপারে প্রিয়তা বললেন, ‘নানীর এবারের জন্মদিনে তাকে চমকে দেওয়ার জন্য এই তথ্যচিত্রটি নির্মাণ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে তিনি হঠাৎ চলে গেলেন না ফেরার দেশে। কিন্তু আমি বিশ্বাস করি, নূরজাহান বেগম আমাদের ছেড়ে চলে যাননি। তিনি সবার মনের মাঝেই আছেন। এই প্রজন্মের কাছে তথ্যচিত্রটি বিশেষ আকর্ষণ হয়ে থাকবে। তথ্যচিত্রটি প্রদর্শনে সহযোগিতা করছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ’

বাংলাদেশ সময় : ১০৩১ ঘণ্টা, জুন ০১, ২০১৬
জেএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।