ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সন্তান আসছে সাইফ-কারিনার ঘরে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জুন ১, ২০১৬
সন্তান আসছে সাইফ-কারিনার ঘরে? সাইফ আলি খান ও কারিনা কাপুর খান

কাপুর ও পতৌদি খান এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানানোর। এর মানে হলো, খুব শিগগিরই প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দম্পতি।

ভারতীয় গণমাধ্যগুলো এমনটাই প্রকাশ করেছে।

কিছুদিন আগে লন্ডনে গিয়েছেন সাইফিনা জুটি। সেখানের যাওয়ার উদ্দেশ্য অবকাশ যাপন নয় বরং বিনোদন ও ক্লান্তি দূরের জন্য সেখানে যাওয়া। কারণ, সাইফ চান তার স্ত্রী এখন (কারিনা কাপুর খান) সম্পূর্ণ বিশ্রামে থাকুক। এরপর থেকেই গুঞ্জন উঠেছে বেবোর মা হওয়া নিয়ে।

অন্যদিকে মিসমালিনীর দেওয়া একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী না-কি দুই মাসের অন্তঃসত্ত্বা। তবে এ বিষয়ে সাইফ অথবা কারিনা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুন ১, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।