ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

আড্ডা দেওয়া ক্রিসেন্ট রোডকে নিয়ে গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুন ১, ২০১৬
আড্ডা দেওয়া ক্রিসেন্ট রোডকে নিয়ে গান ‘ক্রিসেন্ট রোড’ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা

‘এই শহরে একটা দীর্ঘ সময় কেটেছে ক্রিসেন্ট রোডে। আমার অনেক জনপ্রিয় গানের জন্ম ওখানে।

এবার সেই রোডটাই আমার লেখায় গান হয়ে উঠে এসেছে’- বলছিলেন লতিফুল ইসলাম শিবলী। তার ‘ক্রিসেন্ট রোড’ শিরোনামের গানটি গেয়েছেন তরুণ সংগীতশিল্পী তানিম মাহমুদ। এই শিরোনামে প্রকাশিত হয়েছে তার দ্বিতীয় একক অ্যালবাম।

সোমবার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ফ্লেভারস মিউজিক ক্যাফেতে ‘ক্রিসেন্ট রোড’-এর মোড়ক খুলেছেন গানের মানুষজন। আমন্ত্রিত অতিথিদের মতে, ‘ক্রিসেন্ট রোড’-এর গানগুলো নব্বই দশকের মেলোডিকে ফিরিয়ে এনেছে। এগুলো শ্রোতাদের নস্টালজিক করবে। ’

অনুষ্ঠানে ছিলেন লতিফুল ইসলাম শিবলী, শফিক তুহিন, কৌশিক হোসেন তাপস, তরুণ মুনশী, মুন অটামনাল, ইমন চৌধুরী, সেতু চৌধুরী, বেলাল খান, অপু মাহফুজ প্রমুখ।  

‘ক্রিসেন্ট রোড’-এর গানগুলো লিখেছেন শাহ সুফী মনসুর আল চিশতী, লতিফুল ইসলাম শিবলী, সোমেশ্বর অলি ও তানিম মাহমুদ। সুর ও সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী ও ইমন চৌধুরী। এটি বাজারে এনেছে এম রেকর্ডস।

তানিম মাহমুদ জানান, অ্যালবামে রাখা হয়েছে সুফী, মেলোডি, মেলো রক, সাম্বা ও হার্ড রক ধাঁচের গান। গানগুলো হলো- ‘ক্রিসেন্ট রোড’, ‘ছোঁয়ার অসুখ’, ‘দুঃখদিনের বন্ধু’, ‘তুমি কী বোঝনি’, ‘চাই না তোমাকে’, ‘দিলওয়ালা’ ও ‘নূর চিনিয়া’।  

শিল্পী জানান, ‘ছোঁয়ার অসুখ’  শিরোনামের গানটির ভিডিও তৈরি হচ্ছে গানবাংলা চ্যানেলের তত্ত্বাবধানে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুন ০১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।