ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

হকিস্টিক নিয়ে আমিরকে ধাওয়া করেছিলেন মাধুরী!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুন ১, ২০১৬
হকিস্টিক নিয়ে আমিরকে ধাওয়া করেছিলেন মাধুরী!

মজার একটা ঘটনার কথা জানালেন বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ১৯৯০ সালে ‘দিল’ ছবির দৃশ্যধারণের ফাঁকে মজা করায় সুপারস্টার আমির খানকে হকিস্টিক নিয়ে ধাওয়া করেছিলেন তিনি! একথা এতোদিন সংশ্লিষ্টরা বাদে কেউই জানতো না।

ইন্দ্র কুমার পরিচালিত সুপারহিট ছবিটিতে আমিরের প্রেমিকার চরিত্রে অভিনয় করেন মাধুরী। ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তরের সময় জীবনের সবচেয়ে দুষ্টুমির কথা ভাগাভাগি করেন।

মাধুরী বলেন, ‘হকিস্টিক নিয়ে আমিরকে ধাওয়া করেছিলাম ‘দিল’ ছবির সেটে। কারণ সে আমাকে নিয়ে ঠাট্টা-তামাশা করেছিলো। ওটাই ছিলো আমার জীবনের সবচেয়ে দুষ্টু কাজ। ’

১৯৮৪ সালে ‘অবোধ’ ছবিতে তাপস পালের বিপরীতে ক্যারিয়ার শুরু হয় মাধুরীর। ধারাবাহিক কয়েকটি ছবি ফ্লপ হওয়ার পর এন. চন্দ্রর ‘তেজাব’-এর মাধ্যমে তারকাখ্যাতি পান তিনি। এরপর একে একে হিট হয় ‘রাম লক্ষ্মণ’, ‘পারিন্দা’ প্রভৃতি। সর্বশেষ ২০১৪ সালে ‘গুলাব গ্যাং’ ছবিতে দেখা গেছে তাকে।

অভিনেত্রী হিসেবে মাধুরীর অনুপ্রেরণা কে? এক ভক্তের এমন প্রশ্নের জবাবে অবশ্য নির্দিষ্ট কারও নাম নেননি তিনি। তার কথায়, ‘অনেক অভিনেতা-অভিনেত্রী আমাকে অনুপ্রাণিত করেছেন। কারও ভালো কাজ দেখলে আরও ভালো কিছু করার ক্ষেত্রে তা আমাকে অনুপ্রেরণা জোগায়। তাই বিশেষ কারও নাম বলতে পারছি না। তবে সবসময় ভালো কাজগুলো আমাকে উৎসাহ দেয়। সেটা নতুন প্রজন্মেরও কাজ হতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।